India & World UpdatesHappeningsAnalyticsBreaking News
বিহারে সরকার গড়ার দৌড়ে বিজেপি-জেডিইউই এগিয়ে
১০ নভেম্বর: সকল বুথ ফেরত সমীক্ষাকে ফলস ট্যাগ করে বিহারে বিজেপি সাফল্য ধরে রাখতে সক্ষম হল৷ সঙ্গে নীতীশ কুমারের জেডিইউ৷ করোনা অতিমারির পর এই প্রথম দেশে ভোট হয়েছে। সেই দিক থেকে বিহারের ভোট শুধু নীতীশ কুমার নয়, দাঁড়িপাল্লায় মাপা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই সময়ে ফলাফলের যে গতিপ্রকৃতি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটকে পিছনে ফেলে সরকার গড়ার দৌড়ে এগিয়ে বিজেপি-জেডিইউর এনডিএ জোট৷ ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ এগিয়ে রয়েছে ১২৮ আসনে৷ মহাজোট এগিয়ে ৯৯ আসনে৷ ফলে বিহার জুড়ে এখন বিজেপি, জেডিইউ কর্মী-সমর্থকদের বিজয়োল্লাস পরিলক্ষিত হচ্ছে৷
নিজের আসন রঘুপুরে এগিয়ে তেজস্বী যাদব৷ ভাই তেজপ্রতাপ যাদব শুরুতে পিছিয়ে চললেও এখন জয়েরই পথে৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য এ বার কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি৷ তবে এ বার বিজেপি হতে চলেছে একক বৃহত্তম দল৷ তাদের কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য জানিয়ে দিয়েছে, তবু নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী৷ কারণ তাঁর নেতৃত্বে জোট গড়েই ভোট লড়েছেন তাঁরা৷