Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব মৌখিক দিবস উপলক্ষে কাছাড়ে দন্ত চিকিৎসা, সচেতনতা শিবির

ওয়েটুবরাক, ২৯ মার্চ: এনএইচএম-এর রাষ্ট্রীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি (এনওএইচপি)-র অধীনে গত শুক্রবার এক বিশেষ সচেতনতা সভা ও দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসকে উপলক্ষ করে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার (ডিইআইসি)-এ আয়োজিত এই শিবিরে জেলার ৫১টি শিশুকে দন্তের চিকিৎসা সহ দাঁতের পরিচর্যার টুথপেস্ট ও অন্যান্য সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। শিবিরে রোগী দেখেন ডিইআইসি-র দন্ত চিকিৎসক তথা জেলা এনএইচওপি-র জেলা আধিকারিক ডাঃ শিল্পী পুরকায়স্থ, সাবেক আধিকারিক ডাঃ অংশুমান নাগ, ডাঃ চিরঞ্জীব বর্মন, ডাঃ মৃগাঙ্ক শেখর ঘোষ, ডাঃ ইমরান শাহ, ডাঃ বিক্রম ভুঁইয়া প্রমুখ। শিবিরে কাছাড় জেলার ৮টি স্বাস্থ্যখণ্ডের শিশুদের নিয়ে আসেন সংশ্লিষ্ট খণ্ড সংযোজকরা যথাক্রমে কীর্তি কমল ডেকা, প্রণব দত্তনাথ, অভিজিৎ রায়, একলাস উদ্দিন বড়ভুইয়া, অম্লান ভুঁইয়া, আলমারা বেগম বড়ভুইয়া ও বিচিত্র কাকতি।
এই শিবিরের আগে মৌখিক স্বাস্থ্য বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। শিবিরে দাঁতের যত্ন, দাঁত পরিষ্কার করার কৌশল, ব্রাশ ব্যবহারের পদ্ধতি ইত্যাদি হাতেকলমে শিশু ও অভিভাবকদের শেখান ডাঃ শিল্পী পুরকায়স্থ, ডাঃ অংশুমান নাগ, ডাঃ চিরঞ্জীব বর্মন, ডাঃ বিক্রম ভুঁইয়া, ডাঃ মৃগাঙ্ক শেখর ঘোষ প্রমুখ। রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যসূচি (আরবিএসকে)-র সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানের শুরুতে এনএইচওপি-র নব নিযুক্ত নোডাল অফিসার ডাঃ শিল্পী পুরকায়স্থ ও বিদায়ী আধিকারিক ডাঃ অংশুমান নাগকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এন এইচ এম-র জেলা সংযোজক তথা ডিইআইসি ম্যানেজার ইকবাল বাহার লস্কর। উল্লেখ্য, প্রতিবছর ২০ মার্চ বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। আর এই দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী নানা অনুষ্ঠান হয়ে থাকে। এবারেও এর ব্যাতিক্রম ঘটেনি। শিলচর জেলা সিভিল হাসপাতাল, ছোট দুধপাতিল ও কাটিগড়া মডেল হসপিটাল এবং কালাইন সিএইচসি -তে এই দিবস উপলক্ষ করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।