Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব পরিবেশ দিবসে বড়জালেঙ্গা হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন
ওয়ে টু বরাক, ৫ জুন : বুধবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেশ কিছু গাছের চারা রোপন করা হয়েছে। গাছের চারা রোপন করে উপযুক্ত বেরিক্যাড লাগানো হয়েছে। বৈশ্বিকভাবে উষ্ণায়নের মাত্রা যে ভাবে দিন দিন বাড়ছে বা বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইডের প্রভাব যে ভাবে বাড়ছে তাতে আগামী প্রজন্মের বিশুদ্ধ শ্বাস নেওয়াটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। যার জন্য কোনও না কোনওভাবে মানব সমাজই দায়ী।
তাই এই বিশাল বিপদ থেকে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের দায়িত্ব নিতে হবে ক্ষমতা অনুযায়ী। এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধু সরকার পক্ষ করে দেবেন বলে আমরা হাত গুটিয়ে থাকতে পারি না। সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে মাথায় নিয়ে বুধবার বড়জালেঙ্গা হাসপাতালে বৃক্ষ রোপন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ডাঃ পারশ নাথ কৈরী, ফার্মাসিস্ট প্রাণজিৎ পাল, সার্ভাইলান্স ইন্সপেক্টর প্রণব কুমার দে, এবিপিম- অজিত দাস, লেবটেক বিশ্বজিৎ দেব, এল এইচ বি কল্পনা বিশ্বাস, এএনএম স্বপ্না নাথ, এমপিডব্লিউ আওয়ালুর জামান এবং সঞ্জু রবিদাস, সাইবুন নেসা বিবি সহ অন্যান্যরা।