Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব গ্লুকোমা দিবসে শিলচরে র্যালি, সচেতনতার বার্তা
৬ মার্চ : বিশ্ব গ্লুকোমা সপ্তাহে শিলচরের রাস্তায় নেমে সচেতনতার বার্তা দিলেন চিকিৎসকরা। রবিবার ৬ মার্চ থেকে শুরু হয়েছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। চলবে ১২ মার্চ পর্যন্ত। এর অঙ্গ হিসেবেই প্রথম দিন শহরে এক র্যালি বের করে চৌধুরী আই হসপিটাল। শিলংপট্টি থেকে শুরু হওয়া এই র্যালি ফ্ল্যাগ অফ করেন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ ড. মনোজ কুমার পাল। ছিলেন হাসপাতালের কর্ণধার ডাঃ এইচ কে চৌধুরীও। শিলংপট্টি থেকে রওনা দিয়ে র্যালি নরসিংটোলা ঘুরে প্রেমতলা হয়ে সোজা যায় রাঙ্গিরখাড়ির নেতাজি পয়েন্ট পর্যন্ত। সেখান থেকে ঘুরে দেশবন্ধু রোড, অম্বিকাপট্টি, চার্চ রোড হয়ে পুনরায় শিলংপট্টি ফিরে আসে।
এই পুরো রাস্তা জুড়ে অন্ধত্ব থেকে মুক্তি পেতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সচেতনতার বার্তা দেওয়া হয়। ডাঃ চৌধুরী জানান, গ্লুকোমা একটি চোখের রোগ। সাধারণত বড়দেরই এই রোগ হয়। বিশেষ করে চল্লিশের বেশি বয়স হলে এই রোগের সম্ভাবনা বেশি থাকে। সেজন্য বছরে একবার গ্লুকোমার স্ক্রিনিং করা দরকার।
শিলচরে চৌধুরী হাসপাতালে সারা বছর এই টেস্ট হয়। তবে গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে ১২ মার্চ বিনামূল্যে তা করা হবে। তিনি আরও জানান, যাদের পরিবারের কারোর এই রোগ থাকে, তাদের ক্ষেত্রে ঝুকিটাও বেশি থাকে। তাছাড়া এই রোগ হলে চোখের পরিধি ধীরে ধীরে কমতে কমতে একটি বিন্দুতে এসে যায়। তিনি বলেন, এই রোগ একবার হলে তা সেরে ওঠে না, তবে একে আটকানো যায়। এজন্য সবার সচেতনতা দরকার।