India & World UpdatesHappeningsBreaking News
বিল পাশ, চাল-ডাল-আলু-পেঁয়াজ আর অত্যাবশ্যকীয় সামগ্রী নয়
২২ সেপ্টেম্বরঃ চাল, ডাল, আলু, পেঁয়াজের মতো কৃষিপণ্যকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সব কৃষিপণ্যের উপর আর নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। উঠে যাবে পণ্য মজুতের ঊর্ধ্বসীমাও। অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধনী পাশ করিয়ে নিয়েছে সরকার। কৃষিসম্পর্কীয় অন্য দুটি বিলের মত এই বিলটিও ধ্বনিভোটে মঙ্গলবার পাশ হয়ে যায়। এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে তা, অর্থাৎ সংশোধিত হবে ১৯৫৫ সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন।সরকার পক্ষের দাবি, নয়া আইনের জেরে দেশি-বিদেশি বড় সংস্থার বিনিয়োগ আসবে কৃষি ক্ষেত্রে।
এই সব খাদ্যপণ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ অবশ্য পুরোপুরি তুলে নেওয়া হয়নি। শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে সরকার এই সব পণ্যের মজুত, বিক্রি বা অন্যান্য বিষয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারবে। অস্বাভাবিক পরিস্থিতি হিসেবে অত্যধিক মূল্যবৃদ্ধি, যুদ্ধ, দুর্ভিক্ষ, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয় উল্লেখ করা হয়েছে সংশোধনীতে।