Barak UpdatesAnalyticsCultureBreaking News
বিলপারে আপনজনের পুজোয় এ বার আকর্ষণ লন্ডন ব্রিজ
শারদীয় পুজো '২৩ : (৫)
ওয়ে টু বরাক, ১২ অক্টোবর ঃ গত বছর বিশাল বাজেটের নয়নাভিরাম পুজো উপহার দিয়ে এ বারও তৈরি চমক দিতে। গেল বছর পুকুরের ওপর ফ্লাই ওভার ছিল, আর এ বছর হচ্ছে লন্ডন ব্রিজ। বিলপার-পদ্মনগরে শঙ্কর দিঘির উপর গড়ে উঠছে এই বাহারি আলোর মণ্ডপ। শঙ্করদিঘির কথা আসতেই পাঠকরা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনজন সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের কথাই এখানে বলা হচ্ছে। শুধু কি লন্ডন ব্রিজ ? সঙ্গে থাকবে বিশাল দিঘির মধ্যে ফোয়ারা, আলোর তোরণ এবং সুউচ্চ প্রতিমা। ফলে পুজোতে এ বারও শিলচর শহরে দর্শনার্থী টানার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে লন্ডন ব্রিজ।
আপনজন পুজো কমিটি এ বারও তরুণ দর্শনার্থীদের টানতে সেলফি জোন রেখেছে। উদ্যোক্তারা জানান, মূল যে মণ্ডপ তৈরি করা হবে, সেটি কাল্পনিক মন্দির। এই মন্দিরের ভেতরে যে প্রতিমা থাকবে, সেটির উচ্চতা প্রায় ১৫ ফুট হবে। এছাড়া লন্ডন ব্রিজের চূড়ার উচ্চতাও প্রায় ৫০ ফুটের উপর হবে। প্রতিমা নির্মাণ করছেন নবদ্বীপের শিল্পী সুখদেব পাল। মণ্ডপসজ্জায় জয় দাস ও আলোকসজ্জায় বিপুল নাথ।
পুজো কমিটির পক্ষ থেকে মহালয়ার ভোরে একটি শোভাযাত্রা বের করা হবে। সঙ্গে অন্যদিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণিজন সংবর্ধনা। সংবর্ধনা পর্বে শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হবে। মহালয়ার ঠিক তিনদিন পরই বলতে গেলে পুজো শুরু হয়ে যাবে পদ্মনগরে। অর্থাৎ তৃতীয়াতেই উদ্বোধন হয়ে যাবে মণ্ডপের। উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি।