Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে করোনায় মৃত্যু আরও দুইজনের
2 more die due to COVID-19 in Cachar

১ আগস্টঃ কাছাড় জেলায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। স্টেট ডেথ অডিট বোর্ড জানিয়ে দিয়েছে, করোনার দরুনই প্রাণ হারিয়েছেন তাঁরা। তাঁরা হলেন ৭০ বছরের লীলা পাল ও ৪০ বছরের মর্নিং পোলেং। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও টুইট করে দুইজনের মৃত্যুসংবাদ দিয়েছেন। এই দিনে রাজ্যে মোট তিনজন কোভিডের থাবায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তৃতীয় প্রয়াত হলেন গোলাঘাটের ৬৮ বছর বয়সী হীরামণ ঠাকুর।

Rananuj

অডিট বোর্ড স্বীকৃতি দেওয়া এবং না দেওয়া মিলিয়ে কাছাড়ে করোনায় সংক্রমিত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে মারা যান শান্তিবালা নাথ, নারায়ণ মিত্র, মালা দত্ত মজুমদার, এসকে ওয়াগলে, চৈতালি দেব, বিমল পাল, মৌসুমী চন্দ চৌধুরী, অমরেন্দ্র বিশ্বাস ও সায়ন দাস।

প্রয়াত মর্নিং পোলেঙ শিলচর খাসিয়া পট্টির বাসিন্দা৷ লীলাদেবীর বাড়ি হসপিটাল রেকর্ডে লেখা, শহরের দেশবন্ধু রোডে৷ বৃদ্ধাকে গুরুতর অবস্থাতেই মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল৷ তাঁকে আইসিইউতে রাখা হয়৷ শুক্রবার সকাল থেকে অবস্থার প্রচন্ড অবনতি হতে থাকে৷ শেষে শনিবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পোলেংবাবুও এ দিনই প্রয়াত হন।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. প্রসেনজিত ঘোষ জানিয়েছেন, এই সময়ে আইসিইউতে রয়েছেন ১৬জন কোভিড আক্রান্ত। তাঁদের মধ্যে ২জন মহিলা। আইসিইউ রোগীদের ৪জন আবার ভেন্টিলেশনে। এ ছাড়াও কোভিড স্ক্রিনিং সেন্টারের আইসিইউতে ৩জনের চিকিৎসা চলছে। তিনি বলেন, মেডিক্যাল কলেজের কোভিড ব্লকে মোট ২১০জন চিকিৎসাধীন রয়েছেন। পুরুষ ১৫১, মহিলা ৫৫ এবং শিশুর সংখ্যা ৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker