Barak UpdatesBreaking News
বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে কংগ্রেসের সংবর্ধনায় হট্টগোল
২৪ ডিসেম্বর : এ বার গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের যেসব প্রার্থী জয়ী হয়েছেন, তাদের সংবর্ধনা জানাতে কেন্দ্রীয়ভাবে জেলাস্তরে এক অনুষ্ঠানের আয়োজন করে শিলচর জেলা কংগ্রেস। সকাল ১১টা থেকে অনুষ্ঠান শুরু হয় রাজীব ভবনে। এ দিন মঞ্চে আসীন ছিলেন সাংসদ সুস্মিতা দেব, লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রুমি নাথ, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে সহ অন্যরা। তবে সভাকে কেন্দ্র করে এ দিন এক হট্টগোল পরিবেশের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের জন্য এক বিশৃঙখল অবস্থায় সভার সুর কেটে যায়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সিরাজুল আলম লস্কর বড়খলার প্রাক্তন বিধায়ক রুমি নাথকে নিয়ে অসাংবিধানিক শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ।
এ দিন সভায় কংগ্রেসের জয়ী ১১ জন জেলা পরিষদ সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানাতে আমন্ত্রণ জানানো হয়েছিল। একটি সূত্রে জানা গেছে, রুমি নাথ তাঁর বিধানসভা এলাকার জয়ী সদস্যদের আগে সম্মান জানাতে তৎপর হয়ে উঠেছিলেন।
ওই সময়ই তিনি রুমি নাথ সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ। এ নিয়েই সভার সুর কেটে যায়। বড়খলার নব নির্বাচিত প্রতিনিধিরা সভা বয়কট করার হুমকি দেন। পরে অবশ্য সাংসদ সুস্মিতা দেবের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হয়। এ ব্যাপারে রুমি নাথ বলেন, একজন বিধায়ক হওয়ার আগে তিনি এক মহিলা। একই দলের এক পদাধিকারীর নারী সম্পর্কে এমন মন্তব্য যথেষ্ট ব্যথিত করেছে।