NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বিয়ের গাড়ি বনধের আওতার বাইরে, জানিয়ে দিল বিডিএফ

ওয়েটুবরাক, ২৭ জুলাই : মিজোরামের হামলায় আসাম পুলিশের ৫ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আগামী বুধবার ১২ ঘণ্টার বরাক উপত্যকা বনধ সর্বাত্মক করে তুলতে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট সকলের উদ্দেশে আর্জি জানিয়েছে৷ সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, এ বার একটা সমবেত বার্তা পৌঁছে দেওয়া চাই৷ সীমাবিবাদ আর ঝুলিয়ে রাখা চলবে না৷

শান্তিপূর্ণ বনধ পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য বনধের মতই জরুরি পরিষেবা বনধের আওতার বাইরে থাকবে৷ বিয়ের গাড়িকে যেন কোনও সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারেও সবাইকে বলে দেওয়া হয়েছে৷ করোনা বিধি মেনে নানা সংকটের মধ্যে বিয়ে হচ্ছে এখন, তাতে যাতে কেউ কোথাও বিঘ্ন না ঘটায় নির্দেশ  দিয়েছেন প্রদীপবাবু৷

এ দিকে, দীর্ঘদিন ধরে আসাম-মিজোরাম সীমান্ত জমি বিবাদের ফলে গত সোমবার উদ্ভূত পরিস্থিতিতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ চিন্তা ব্যক্ত করে। এমন ঘটনা, এমন মৃত্যু যাতে আর না ঘটে, আসাম ও মিজোরাম সরকারের কাছে আবেদন জানায় মঞ্চ। সীমান্ত জমি বিবাদ অতি সত্বর মিটিয়ে নিয়ে দুই রাজ্যের সাধারণ মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে দুই সরকারের কাছেই আবেদন জানান তাঁরা।

Also Read: Firing by Mizo forces: 12 hours Barak bandh called by BDF on Wednesday

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker