India & World UpdatesAnalyticsBreaking News
বিমানের জ্বালানি ও বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য বৃদ্ধি
নতুনদিল্লি, ১ অক্টোবর : ফের বাড়লো জ্বালানির মূল্য। ১ অক্টোবর থেকে বিমানের ইন্ধন বা এটিএফ এর মূল্য ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জুলাই মাস থেকে চতুর্থবারের মতো জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলো। অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্য প্রতি উনিশ কিলোগ্রামের সিলিন্ডারে ২০৯ টাকা বাড়ানো হয়েছে। তবে ঘরোয়া সিলিন্ডারের মূল্য একই রাখা হয়েছে।
দিল্লিতে বিমান টারবাইন ইন্ধন এর মূল্য প্রতি কিলোলিটারে ৫৭৭৯.৮৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রতি কিলোলিটারে ১,১২,৪১৯.৩৩ লক্ষ টাকা থেকে বর্তমানে ১,১৮,১১৯.১৭ টাকা হয়েছে। ১ সেপ্টেম্বর বিমানের জ্বালানির মূল্য ১৪.১% বৃদ্ধি করা হয়েছিল এবং ১ আগস্টে প্রতি কিলোলিটারে ৮.৫% অর্থাৎ ৭৭২৮.৩৮ টাকা বৃদ্ধি করা হয়। জুলাই থেকে জেট ইন্ধনের মূল্য এ নিয়ে চতুর্থ বারের জন্য বৃদ্ধি করা হয়, যা এয়ারলাইন পরিচালনার ব্যয়ের চল্লিশ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ২০৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য এখন দিল্লিতে ১৭৩১.৫০ টাকা এবং মুম্বাইতে ১৬৮৪ টাকা হবে। এর আগে গত ৩০ আগস্ট ঘরোয়া সিলিন্ডারের মূল্য প্রতি ১৪.২ কেজির ক্ষেত্রে ২০০ টাকা কমানো হয়েছিল।