NE UpdatesAnalyticsBreaking News
বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে প্রদর্শিত হবে ধামাইলও

গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি : অসমের চা বাগানের “ঝুমুর বিনন্দিয়া” আর “অ্যাডভান্টেজ আসাম”-এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেলে গুয়াহাটি এসে পৌছবেন। এ দিন অসম সরকারের তরফে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। এই প্রথম সেই স্বাগত কার্যসূচিতে অন্তর্ভুক্ত হল ধামাইল নৃত্য।
অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ শিলাদিত্য দেব এই অনুষ্ঠানের পরিকল্পনা ও সামগ্রিক দায়িত্বে রয়েছেন। ব্যবস্থাপনায় রয়েছেন ড. প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে বাংলা সাহিত্য সভা অসম। পরিবেশনায় থাকবেন মাল্যশ্রী চৌধুরী ও সহযোগী শিল্পীরা। মাল্যশ্রী বরাককন্যা, বিবাহসূত্রে বর্তমানে গুয়াহাটি রয়েছেন। তিনি নৃত্যগুরু মুকুন্দদাস ভট্টাচার্যের শিষ্যা। তাঁর নেতৃত্বে বিমানবন্দরে মোট ২২ জন শিল্পী স্বতন্ত্র মঞ্চে ধামাইল নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ শিলাদিত্য দেব জানান, ‘এই কার্যক্রমের মধ্য দিয়ে অসমের দুই উপত্যকার বাঙালি সমাজ প্রথমবারের জন্য একটি স্বীকৃতি পাচ্ছে। এটা খুবই আনন্দের। আমরা চাই ভবিষ্যতে ধামাইল নৃত্যেরও একটি আন্তর্জাতিক অনুষ্ঠান সরকারের উদ্যাগে হোক।’