NE UpdatesHappeningsBreaking News
বিভিন্ন ধর্মের মানুষদের মিলেমিশে চলতে বললেন হিমন্ত!
১২ নভেম্বর: মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসহিষ্ণু হয়ে উঠেছেন বলেই অভিযোগ বিরোধীদের৷ তিনি এক বিশেষ গোষ্ঠীকেই বিঁধতে চান৷ তাঁর মুঘল আক্রমণের কথা মনে করিয়ে দেওয়ার পেছনেও একই মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেন অনেকে৷
বৃহস্পতিবার সেই হিমন্ত বিশ্ব শর্মাই ‘অসমদর্শন’ কর্মসূচিতে বিভিন্ন ধর্মের মানুষকে মিলেমিশে চলতে বললেন৷ গুরুত্ব দিলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ওপর৷
‘অসম দর্শন’ কর্মসূচিতে শতবর্ষ প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে ১০ লক্ষ টাকা করে প্রদান করা হচ্ছে৷ মাসকয়েক আগে ওই অর্থ দেওয়া হয়েছিল ৯১৫টি উপাসনাস্থলকে৷ বৃহস্পতিবার দেওয়া হয় আরও ৩৭৭টি প্রতিষ্ঠানকে৷ মন্দির, মসজিদ, গির্জা সবই রয়েছে অর্থপ্রাপকদের তালিকায়৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ দিন তাদের হাতে মঞ্জুরিপত্র তুলে দেন৷
হিমন্ত ঘোষণা করেন, এই অর্থ যারা সদ্ব্যবহার করবেন, পরবর্তী কিস্তিতে তাদের দেওয়া হবে ১৫ লক্ষ টাকা করে৷ সরকার স্থানে স্থানে আধ্যাত্মিক পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চায়৷ সেজন্য পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধে গুরুত্ব দেন হিমন্ত৷ বলেন, ‘অসম দর্শন’ মিলনের সেতু হোক৷ তিনি জানান, ওইসব উপাসনাস্থলে যাওয়ার রাস্তা ঠিকঠাক আছে কিনা, তা খতিয়ে দেখবে রাজ্য পূর্ত বিভাগ৷ যেখানে প্রয়োজন তারা তৈরি করে দেবে৷