Barak UpdatesHappeningsBreaking News
বিভিন্ন দাবিতে ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির বিক্ষোভ শিলচরে
ওয়ে টু বরাক, ১৫ মার্চ : বিভিন্ন দাবিতে ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটি বিক্ষোভ প্রদর্শন করল শিলচরে। বিগত ৩০ বছরে ইপিএফ কোপার্স ৫৫০০ গুণ বৃদ্ধি পেলেও ইপিএস পেনশনারদের প্রতি সরকারের কোনও সহানুভূতি নেই।
বিষয়টি নিয়ে ২০১৬ সাল থেকে সংস্থা সমগ্র ভারত ব্যাপী আন্দোলন করে আসছে। যারা জীবনের মহামূল্যবান সময় দেশের কাজে নিয়োজিত ছিলেন। ভবিষ্যতে ভালো করে বাঁচার আশায় সরকারের ঘরে টাকা জমা রেখেছিলেন, তাঁরাই আজ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।
এরই পরিপ্রেক্ষিতে সংস্থার কর্মকর্তারা বুধবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায় নিজেদের অধিকার আদায়ের জন্য বিক্ষোভ ও ধর্না কার্যসূচি পালন করেন। ইপিএস-৯৫ পেনশনারদের ডিএ সহ মাসিক পেনশন ৭,৫০০ টাকা প্রদান করা, চিফ প্রভিডেন্ড ফান্ড কমিশনার দ্বারা জারি করা প্রবঞ্চনামূলক আদেশ প্রত্যাহার করা, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা সহ অন্যান্য দাবি নিয়ে এ দিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
বিক্ষোভ কর্মসূচিতে সংস্থার সহ সভাপতি বিমল চন্দ্র মজুমদার, এফসিআই শিলচর ইউনিটের শিবানন্দ দত্ত ও সংগঠনের রাষ্ট্রিয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।