Barak UpdatesHappeningsBreaking News

বড়জালেঙ্গা বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে বিবেকানন্দ জন্মজয়ন্তী উদযাপন

ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি : প্রত্যেক বছরের ন্যায় এবারও গত ১২ই জানুয়ারি তারিখে বড়জালেঙ্গার বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে জাতীয় যুব দিবস ও বিবেকানন্দ জন্ম জয়ন্তী  জাকজমকপূর্ণ ভাবে পালিত হলো। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আর এম পন্থ, অধ্যাপক অমৃতলাল ঘোষ, অধ্যাপক এম গঙ্গাভূষণ, সহযোগী অধ্যাপক বিশ্বরঞ্জন রায় ,  বাগবাহার চা-বাগানের আধিকারিক তুলসিয়ান।  ছিলেন নীহার রঞ্জন দাস, শুভঙ্কর ভট্টাচার্য ও  নির্মলেন্দু দেব। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পদানের মাধ্যমে। এরপর উপাচার্য পন্থ দিনটির গুরুত্ব ও মহাবীর স্বামীজির জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাংস্কৃতিক  অনুষ্ঠানে ছিল স্বামীজি ও দেশাত্মবোধক সম্পর্কীয় নাচ, গান, আবৃত্তি, নৃত্যনাট্য প্রভৃতি। কিছু ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দের বাণীও উপস্থাপন করে । অনুষ্ঠানের সূচনা হয় নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সরস্বতী বন্দনার মাধ্যমে। নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মঞ্চস্থ করে “ভোলারামের জীব” নাটকটি। পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন রাজ্যের জনগোষ্ঠীগত প্রদর্শনীও মঞ্চস্থ হয়। অন্য দুটি সরকারি বিদ্যালয়  আইরংমারা এল.পি. স্কুল এবং বড়জালেঙ্গা এম.ভি. স্কুলের তিনজন ছাত্র-ছাত্রীও বক্তব্য রাখে। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রভাতে একটি পথযাত্রার আয়োজন  করা হয়েছিল। ছাত্র-ছাত্রীরা তাতে পোস্টার দেখিয়ে শ্লোগান তোলে। অনুষ্ঠান শেষ হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শান্তি মন্ত্র ও শিক্ষকের দ্বারা ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker