Barak UpdatesHappeningsBreaking News
বিপ্লবী ক্ষুদিরামকে শ্রদ্ধা ভারত বিকাশ পরিষদের
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : ক্ষুদিরাম বসুর ১১৪তম মৃত্যুদিন ভারত বিকাশ পরিষদ আত্মবলিদান দিবস হিসাবে পালন করে৷ এ উপলক্ষে পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি অধ্যাপক নিরঞ্জন রায় ও কোষাধ্যক্ষ ড. কিংশুক অধিকারী অমরবিপ্লবী ক্ষুদিরাম বসুর সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করে শ্রদ্ধা ও প্রণাম জানান। তাঁরা বলেন, মৃত্যুকেও ছাপিয়ে গিয়ে তিনি আমাদের আজীবনকালের জন্য রেখে গিয়েছেন অনুপ্রেরণা এবং ভালোবাসা।
বর্তমান করোনা অতিমারির সমস্ত বিধি মেনে এই অমর শহিদকে শ্রদ্ধা জানাতে বিকেলে শিলচরে শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে মিলিত হন ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সম্পাদিকা ডঃ দর্শনা পাটোয়া, সহ সম্পাদক বিশ্বরাজ চক্রবর্তী, পরিমিতা দাস চৌধুরী, অর্ণব দেব ও সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী৷ তাঁরা ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
উলেখ্য মাত্র ১৮ বছর ৮ মাস বয়সে ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ভারতবাসী কখনও ভুলবে না। ক্ষুদিরামের আত্মবলিদান অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছে বাঙালি মননের সঙ্গে৷