Barak UpdatesHappeningsBreaking News
বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ করল শিলচর
ওয়েটুবরাক, ২ জুলাই :রবিবার প্রয়াণ দিবসে বরাক-সুরমা উপত্যকার একমাত্র স্বাধীনতা-শহিদ অসিতরঞ্জন ভট্টাচার্যকে স্মরণ করল শিলচর৷ গান্ধীবাগে তাঁর মূর্তিতে মাল্যদানের পর শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানে আয়োজিত হয় আলোচনা সভা৷ পৌরোহিত্য করেন প্রতিষ্ঠানের সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান শান্তনু দাস৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, শিলচর শহর আঞ্চলিক সভাপতি সব্যসাচী পুরকায়স্থ, দীপঙ্কর চন্দ, প্রবীর রায়চৌধুরী, নীহাররঞ্জন পাল, রসরাজ দাস, পীযূষ চক্রবর্তী প্রমুখ বিপ্লবী অসিতরঞ্জনকে নিয়ে আলোচনা করেন৷ তাঁরা বলেন, সশস্ত্র আন্দোলনে অর্থ সংগ্রহের জন্য ডাক ছিনিয়ে নিতে গিয়ে অসিতরঞ্জন যখন ধরা পড়েন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর৷ ১৯ বছর বয়সে তাঁর প্রাণদণ্ড কার্যকর হয়৷ তাঁর দাদা বিধুভূষণ ভট্টাচার্যও জালালাবাদ পাহাড়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন৷ তাঁদের আক্ষেপ, ওইসব স্বাধীনতা যোদ্ধারা আজ বিস্মৃতপ্রায়৷ শিলচরে যে অসিতরঞ্জন ভট্টাচার্যের মূর্তি রয়েছে, সে কথাই অনেকে ভুলতে বসেছেন৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সম্পাদক অশোক দেব ৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরসদস্য অতনু ভট্টাচার্য, সুশান্ত সেন, পার্থসারথি দাস, বকুলচন্দ্র নাথ, মিলনউদ্দিন লস্কর, দেবরাজ দাশগুপ্ত, কানাইলাল দাস, অজয় চক্রবর্তী, শেখর পালচৌধুরী, শৈবাল গুপ্ত, মলমল দাস প্রমুখ৷
প্রসঙ্গত, ১৯৩৪ সালের ২ জুলাই সিলেট জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী অসিতরঞ্জন ভট্টাচার্য৷