India & World UpdatesHappeningsBreaking News
বিপিন রাওয়াতের স্থলে ভারতীয় সেনার নয়া প্রধান নরভানেManoj Mukund Naravane replaced Bipin Rawat as army chief
৩১ ডিসেম্বর : ভারতীয় সেনার ২৮তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। তাঁর আগে এই পদে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। ১ জানুয়ারি থেকে বিপিন রাওয়াত ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করবেন। সেনা প্রধান হিসেবে আজই তাঁর শেষ কর্ম দিবস ছিল। আজ সেই বিপিন রাওয়াত থেকে সেনা প্রধানের দায়িত্ব ভার বুঝে নিলেন সেনায় ৩৭ বছর ধরে কাজ করা মুকুন্দ নরভানে। ১৩ লক্ষ সেনার মজবুত বাহিনীর শীর্ষে থাকবেন নরভানে। এর আগে আজ সকালে দিল্লির সাউথ ব্লকে তাঁর বিদায়কালীন অনুষ্ঠানে গার্ড অফ অনার নেন জেনারেল রাওয়াত। অনুষ্ঠানের পর জেনারেল রাওয়াত পরবর্তী সেনা প্রধান হতে চলা জেনারেল মনোজ নারাভানেকে অভিনন্দন জানান তিনি।
ভারতীয় সেনার নর্দান আর্মির দায়িত্বে রয়েছেন মনোজ মুকুন্দ নরভানে। এই মুহুর্তে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সেনা আধিকারিকদের মধ্যে একজন তিনি। তিনি প্রায় চার দশক ধরে ভারতীয় সেনায় রয়েছেন। কাশ্মীর এবং উত্তর পূর্বে অনুপ্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। অপারেশন পবনের সময় শ্রীলঙ্কায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কায় শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মায়ান্মারে তিন বছর ভারতের হয়ে বিশেষ দায়িত্ব সামলেছেন তিনি।
সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেলের মত বীরত্বের সম্মানে ভারত সরকার পুরস্কৃত করেছে তাঁকে। পরম বিশিষ্ট সেবা মেডেলেও সম্মানিত করা হয়েছে জেনারেল মনোজ মুকুন্দ নরভানেকে।