Barak UpdatesHappeningsBreaking News
বিপিনচন্দ্র পালকে বরাক বঙ্গের শ্রদ্ধাঞ্জলি
ওয়েটুবরাক, ৭ নভেম্বর : বিপ্লবী বিপিনচন্দ্র পালের জন্মজয়ন্তী পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ মঙ্গলবার শিলচরে বিপ্লবীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন সংগঠনের কর্মকর্তা-সদস্যরা৷ তাঁদের মধ্যে ছিলেন ড. বিভাসরঞ্জন চৌধুরী, দীপক সেনগুপ্ত, অভিজিৎ ধর, সুশান্ত সেন, উত্তমকুমার সাহা প্রমুখ৷
ড. বিভাসরঞ্জন চৌধুরী বলেন, “বিপিনচন্দ্রকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়া অত্যন্ত গর্বের কথা৷ স্বাধীনতা প্রাপ্তির জন্য আজ গোটা দেশ যাঁর নামে শ্রদ্ধাবনত, তিনি আমাদের এই অঞ্চলের মানুষ, শ্রীহট্টের পৈল গ্রামে তাঁর জন্ম, এ যে আমাদের কত গৌরবের!” তিনি লাল-বাল-পালের উল্লেখ করে বলেন, আজকের প্রজন্মের কাছে তাঁদের বিপ্লবগাঁথা পৌঁছে দিতে হবে৷ সে জন্য স্বাধীনতা সংগ্রাম নিয়ে চর্চা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান৷
করিমগঞ্জেও এ দিন স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়৷ বিপ্লবীর প্রতিমূর্তির পাদদেশে ড. সব্যসাচী রায় বলেন, “অগ্নিযুগের বিপ্লবী বিপিনচন্দ্র পালকে ঋষি অরবিন্দ ‘ভারতীয় জাতীয়তাবাদের শক্তিশালী প্রবর্তক’ বলে আখ্যায়িত করেছিলেন। তিনি ছিলেন অবিভক্ত সিলেটের সুসন্তান, আমাদের গর্ব।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিত্র পাল, নীলজ দাস, সুবীর রায় চৌধুরী, নন্দকিশোর বণিক, রাজন সাহা সরদার, নির্মল কুমার সরকার, অরূপ রায়, গোবিন্দ দত্ত, দেবব্রত ভট্টাচার্য প্রমুখ।
বিকালে বিপিনচন্দ্র পাল শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ রামকৃষ্ণনগরেও বরাক বঙ্গের তরফে বিপিনচন্দ্রকে শ্রদ্ধা জানানো হয়৷