Barak UpdatesHappeningsBreaking News

বিপন্ন বরাকের বাঙালি,  জনমত গঠনে হাইলাকান্দির বিধায়কদের সঙ্গে বরাকবঙ্গের বৈঠক

ওয়েটুবরাক, ৯ অক্টোবর : ভাষা আইন লঙ্ঘন সহ বরাকে বাঙালি অস্তিত্ব উপেক্ষার প্রবণতায় গভীরভাবে  শঙ্কিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন | সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সাম্প্রতিক করিমগঞ্জ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ভুত পরিস্থিতিতে এসব অপচেষ্টার বিরুদ্ধে জনমত গঠন করতে জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল | সে অনুযায়ী  বরাকবঙ্গের  তরফে অন্যান্য স্থানের  সঙ্গে হাইলাকান্দি, কাটলিছড়া ও আলগাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের সঙ্গে যোগাযোগ  করা হয়।
এ ব্যাপারে জেলার তিন বিধায়ক সদর্থক মনোভাব জানানোর পর নীতিশ ভট্টাচার্যের নেতৃত্বে বরাকবঙ্গের কেন্দ্রীয় ও হাইলাকান্দি জেলা সমিতির  প্রতিনিধিদলের সঙ্গে  দুই বিধায়ক সুজাম উদ্দিন লস্কর (কাটলিছড়া) ও  নিজাম উদ্দিন চৌধুরীর (আলগাপুর)  বৈঠক হাইলাকান্দি  আবর্ত ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সম্মেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিধায়কদের অবগত করতে গিয়ে জানানো হয়, বরাকে বাঙালির অস্তিত্বকে উপেক্ষা  করার ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে | বিভিন্ন ব্যাপারে ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে | শিক্ষা এবং নিযুক্তি ক্ষেত্রে অসমিয়া ভাষা চাপানোর চেষ্টা যেমন অব্যাহত, তেমনি নিয়োগের ক্ষেত্রেও বঞ্চনা হচ্ছে | এ অবস্থায় এই উপত্যকার বাঙালি জনমানসে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে |
 এই পরিস্থিতি ও আবহে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বের প্রসঙ্গ উল্লেখ করে তাদের সক্রিয় সদর্থক ভূমিকা গ্রহণের জন্য বরাকবঙ্গের প্রতিনিধিরা আবেদন জানান | প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক দেবদত্ত চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য নিজাম উদ্দিন লস্কর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক পিনাকপাণি ভট্টাচার্য, জেলা সভাপতি সুদর্শন ভট্টাচার্য  ও জেলা সম্পাদক জিতেন্দ্র নাথ | আবর্তভবনে উপস্থিত দুই বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও নিজাম উদ্দিন চৌধুরী উদ্ভুত পরিস্থিতিতে প্রতিনিধিদের কথা মন দিয়ে শোনেন | গুয়াহাটিতে অবস্থান রত হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের সঙ্গেও নীতিশ বাবু যোগাযোগ করেন৷ তিনিও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সর্বতো সহযোগিতার আশ্বাস দেন | বাকি দুই বিধায়ক সুজাম এবং নিজাম এ দিন বাঙালির সমস্যার ব্যাপারে বরাক বঙ্গকে পূর্ণ সহযোগিতা করার জোরালো আশ্বাস দেন | তিন বিধায়কই বাঙালির অভিন্ন স্বার্থে রাজনীতির উর্ধে উঠে কাজ করবেন বলে বরাক বঙ্গকে প্রতিশ্রুতি দেন | এছাড়া পুজোর ঠিক পরপরই এ ব্যাপারে বঙ্গ সাহিত্যের কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা মত বিনিময়ে বসারও সদিচ্ছা প্রকাশ করেন  সুজামউদ্দিন ও নিজামউদ্দিন |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker