Barak UpdatesHappeningsBreaking News
বিপদসীমার নিচে নামল বরাক
ওয়ে টু বরাক, ১০ আগস্ট : স্বস্তির খবর। শিলচরের জনগণকে তিনদিন আতঙ্কের মধ্যে রেখে অবশেষে বিপদসীমার নিচে নামল বরাক নদী। শনিবার দুপুর ১২টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাকের জল বিপদসীমার নিচে নেমে দাড়িয়েছে ১৯.৮০ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার। গত এক ঘন্টায় নদীর জল কমেছে চার সেন্টিমিটার। সকাল ১১টায় এখানে নদীর জলস্তর ছিল ১৯.৮৪ মিটার। এর আগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জল ২-৩ সেমি করে নেমেছে। গতকাল রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত জলস্তর কমার হার ছিল ১-২ সেমি।
উল্লেখ্য গত কয়েকদিনের সমতলে তেমন বৃষ্টিপাত হয়নি। কিন্তু পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় নদীর জল ফুলেফেঁপে ওঠে। খুব স্বাভাবিকভাবে নিয়ে শিলচরবাসীকে আতঙ্ক তাড়া করেছে। এবার জল কমায় অনেকটাই স্বস্তির বাতাবরণ ফিরে এসেছে।