NE UpdatesAnalytics
বিধায়ক শেরমানকে শো-কজ নোটিশ পাঠাল কংগ্রেস
১ অক্টোবর ঃ আসাম আন্দোলনের শহিদদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করায় এ বার কংগ্রেস বিধায়ক শেরমান আলিকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক বিরোধী দুই শিবির থেকেই শেরমান আলির এই মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। বিধায়কের এই মন্তব্যের পর প্রদেশ বিজেপি আক্রমণের মূল লক্ষ্য করেছে কংগ্রেসকে। প্রতিটি নির্বাচনের আগে শেরমান আলিরে ধরনের মন্তব্য বিপদে ফেলেছে তাঁর দল কংগ্রেসকে।
এর মধ্যেই শুক্রবার বিধায়ক শেরমান আলিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। এতে বলা হয়েছে, বিধায়ককে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। তিনি এই মন্তব্য করে কংগ্রেস দলের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কেবল এটুকুই নয়, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজেপির রণকৌশলে ইন্ধন জুগিয়েছেন শেরমান। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সুসম্পর্ক থাকার জন্যই তিনি এমন মন্তব্য করেছেন। বিধায়ক বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন বলেও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে বিধায়কের এই মন্তব্য কংগ্রেস দলের নয় বলেও উল্লেখ করা হয়েছে।