NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বিধায়ক পদে রাজদীপ গোয়ালার ইস্তফা, বিজেপিতে যোগ
২৯ ডিসেম্বর: বিধায়ক পদে ইস্তফা দিলেন রাজদীপ গোয়ালা৷ মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগেই তিনি বিধানসভার অধ্যক্ষ হীতেন্দ্রনাথ গোস্বামীর অফিসকক্ষে গিয়ে তাঁর হাতে বিধানসভার সদস্য হিসাবে পদত্যাগ করেছেন৷ রাজদীপ বলেন, কংগ্রেস টিকিটে নির্বাচিত হয়েছিলেন৷ এখন আর তিনি ওই দলে নেই৷ কিছুক্ষণ পরেই যোগ দেবেন বিজেপিতে৷ তাই এর আগে বিধানসভার সদস্যপদে ইস্তফা দিয়েছেন৷
তাঁর কথায়, কংগ্রেসের এখন আর কোনও নীতি-আদর্শ নেই৷ ভবিষ্যৎ পরিকল্পনাও নেই৷ তার ওপর, এআইইউডিএফের সঙ্গে জোট বাঁধা মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন, এই জোট নিয়ে দলের বহু নেতা-কর্মী ক্ষুব্ধ৷ কিন্তু নেতৃত্ব একরোখা মনোভাব নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে৷
রাজদীপ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, মোদির উন্নয়নমূলক চিন্তাধারা তাঁকে আকৃষ্ট করেছে৷ একইভাবে সোনোয়াল-হিমন্ত নানা পরিকল্পনা শুধু গ্রহণই নয়, বাস্তবায়ন করে চলেছেন৷ বিশেষ করে, চা শ্রমিকরা বিজেপি আমলে খুবই উপকৃত হয়েছেন৷ তাই তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন৷