Barak UpdatesHappeningsBreaking News

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবকের দেহ নিয়ে হসপিটাল রোডে অবরোধ

ওয়েটুবরাক, ২২ আগস্ট : রবিবার রাতের হালকা বৃষ্টিতেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয় শিলচর শহরের পূর্ণচন্দ্র পাল রোডে৷ জল জমে ২৩ বছর বয়সী জয়দীপ চক্রবর্তীর বাড়িতেও৷ কিন্তু সকালে ঘরের জলের প্রয়োজনে তিনি মোটর চালাতে যান৷ সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি৷ এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়৷ জয়দীপ ওরফে মুন্নার দেহ ময়না তদন্তের পর এলাকায় পৌঁছালে উত্তেজনা দেখা দেয়৷ এলাকাবাসী তাঁর মৃত্যুর জন্য জেলা প্রশাসন, পুরসভা এবং সাংসদ-বিধায়ককে দায়ী করেন৷  তাঁরা অম্বিকাপট্টি-হসপিটাল রোড এলাকায় মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ শুরু করেন৷

Rananuj

বিকাল সাড়ে চারটা থেকে এই অবরোধ এখনও চলছে৷ তাঁদের দাবি, মৃতের পরিবারকে উপযুক্ত প্রদান করতে হবে এবং এলাকার নিকাশী ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করে তুলতে হবে৷ তাঁরা জেলাশাসক বা পুরসভার এগজিকিউটিভ অফিসার ছাড়া আর কারও সঙ্গে কথা বলতে রাজি নন৷ পুলিশ অফিসাররা দফায় দফায় অবরোধ প্রত্যাহারের জন্য কথা বলতে গেলেও ব্যর্থ হন৷ সার্কল অফিসার কুমার গৌরবকেও তাঁরা একই কথা শুনিয়ে দেন৷

অবরোধকারীরা বলেন, জুনের বন্যার পর তাঁরা বারবার গিয়ে প্রশাসন, সাংসদ-বিধায়ককে নালা-নর্দমা সাফাইর কথা বলে চলেছেন, কিন্তু কেউ কানেই তুলছেন না৷ এর দরুনই শনিবার রাতের বৃষ্টিতে কৃত্রিম বন্যা হলো আর ২৩ বছরের যুবকের মৃত্যু হলো বলে অভিযোগ করেন সড়ক  অবরোধকারীরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker