NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বিদ্যুতের স্মার্ট মিটার, গ্রাহকরা দুর্ভোগে, ক্ষোভ
ওয়েটুবরাক, ১০ এপ্রিল : স্মার্ট মিটার প্রতিস্থাপনের মাধ্যমে পোস্ট পেইড ব্যবস্থা তুলে দিয়ে প্রিপেড ব্যবস্থা চালুর ফলে আসামের বিদ্যুৎ গ্ৰাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ করেছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অজয় আচাৰ্য এবং হিল্লোল ভট্টাচার্য বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যাক্তিগতকরণের লক্ষ্যে ও বৃহৎ ব্যবসায়ীদের মুনাফা লুটার সুযোগ করে দিতেই কেন্দ্রীয় সরকার ২০২১ সালে গেজেট নোটিফিকেশন জারি করে দেশের সমস্ত বিদ্যুৎ গ্ৰাহকদের ডিজিটেল মিটারকে সরিয়ে প্ৰিপেইড স্মাৰ্ট মিটারে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ৷ এর কুফল এখন সাধারণ মানুষ ভোগ করছেন। তারা এও বলেন, এপিডিসিএল কৰ্তৃপক্ষ গ্রাহকদের মতামত নেওয়ার প্ৰয়োজন বোধ করলেন না ৷ অত্যন্ত কৌশলে একতরফাভাবে পোস্ট পেইড ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে প্রি পেইডে নিয়ে যাচ্ছে, যা দেশের গ্রাহক আইনের সম্পূর্ণ পরিপন্থী। এই ব্যবস্থা চালুর ফলে গ্রাহকদের অগ্রিম টাকা রিচার্জ করতে হচ্ছে এবং পোস্ট পেইড ব্যবস্থা থাকাকালীন সময়ে যে টাকা প্রতি মাসে গ্রাহকদের ইলেকট্রিক বিল হিসেবে দিতে হতো তার দ্বিগুণ, তিনগুণ টাকা বর্তমানে একমাসের জন্য রিচাৰ্জ করতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকদের পক্ষ থেকে এব্যাপারে হাজার হাজার অভিযোগ উত্থাপিত হলেও রাজ্য সরকার ও এপিডিসিএল কৰ্তৃপক্ষ দায়সারা কথা বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে চলছে। অথচ বিদ্যুৎ বর্তমানেও কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুবাদে রাজ্য সরকার ও এপিডিসিএল কৰ্তৃপক্ষ গ্রাহকদের ঘাড়ে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন থেকে বিরত থাকতে পারত। কিন্তু বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থরক্ষার্থে বর্তমান রাজ্য সরকার গ্রাহক স্বার্থের পরিপন্থী এই সিদ্ধান্ত কার্যকর করতে উঠেপড়ে লেগেছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশন রাজ্যের বিদ্যুৎ গ্ৰাহকদের প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানায়। তার সঙ্গে গ্রাহকদেরকে লুণ্ঠন করার এই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলতে সর্বস্তরের গ্রাহকদের প্রতি আহ্বান জানায়।