Barak UpdatesHappeningsSportsBreaking News
বিদ্যাভারতীর ৫ দিনের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা সাংসদ রাজদীপ রায়ের
ওয়ে টু বরাক, ৫ মে ঃ শুক্রবার ডলুতে বিদ্যা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ৫ দিবসীয় প্রান্তীয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এ উপলক্ষে এ দিন ডলু হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ সহ উপস্থিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় সরস্বতী বন্দনা। এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় ও চন্দন তিলক পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিদের পরিচয় ও স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ। এরপর উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ডলু সরস্বতী শিশু নিকেতনের বিদ্যার্থীরা।
পরে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাজদীপ রায় বিদ্যাভারতীর কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। সঠিক নিয়ম মেনে খেলাধুলায় অংশ গ্রহণ করার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের সভাপতি অধ্যাপক নিখিল ভূষণ দে অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। ডলু সরস্বতী শিশু নিকেতনের প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্থের ধন্যবাদ জ্ঞাপনের পর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপন হয়। এ দিনের অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামপুর চা বাগানের ম্যানেজার সুকেশ সিং, বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্র কার্যকারিণী-র সদস্য যোগেন্দ্র শিং শিশোদিয়া, ডলু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পাণ্ডুনাথ বর্মন, বিজেপি অসম রাজ্য অনুসূচিত জাতি মোর্চার সহ সভাপতি অমলেন্দু মালাকার, বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া এই ৫ দিনের প্রান্তীয় ক্রীড়া প্রতিযোগিতায় দক্ষিণ আসাম প্রান্তের অন্তর্গত কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলার ৪৪ বিদ্যালয়ের ৩৪৬ জন বিদ্যার্থী অংশগ্রহণ করে। ৫ দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতা সহ শর্টপুট থ্রো, ডিসকাস থ্রো, জেভলিন থ্রো, লং জাম্প, হাইজাম্প, রিলে দৌড়, খো-খো এবং কবাডি সহ অন্যান্য খেলায় ১৪ ও ১৭ অনুত্তীর্ণ বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। প্রান্তস্তরীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী বিদ্যার্থীরা জোনাল লেভেল ও জাতীয় স্তরে খেলার সুযোগ লাভ করবে।