India & World UpdatesHappeningsBreaking News
বিজয়া দশমীতে রাফায়েল যুদ্ধবিমানে সওয়ার রাজনাথ
৮ অক্টোবর : ভারতের প্রথম রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্সের আকাশে চালিয়ে অনন্য নজির গড়লেন রাজনাথ সিং। ফ্রান্সের ম্যারিগন্যাকের ডাসল্ট অ্যাভিয়েশন প্ল্যান্টের বিমানবন্দরে দাপটের সঙ্গে যুদ্ধবিমানের উড়ানে সওয়ার হন রাজনাথ। এ দিন ঐতিহাসিক মুহূর্তে ভারতের হাতে আসে ড্যাসল্ট অ্যাভিয়েশনের যুদ্ধবিমান রাফায়েল। বহু প্রতীক্ষিত এই যুদ্ধবিমান শেষমেশ বিজয়া দশমীর দিনে ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিল ফ্রান্সের এই যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা। সেই অনুষ্ঠান চলাকালীনই ফ্রান্সের ম্যারিগন্যাক বিমানবন্দরে প্রথম রাফায়েল নিয়ে সওয়ার হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এমন এক বিরল মুহূর্তের সাক্ষী হয়ে রাজনাথ সিং জানান, ‘খুবই কম্ফর্টেবল ও স্মুথ ফ্লাইট ছিল এটি। আমার জন্য সম্পূর্ণভাবে একটি বিরল মুহূর্ত। আমি কোনওদিনই ভাবিনি যে, আমি একটা সুপারসনিক গতিতে কোনও বিমান চালাব।’ রাজনাথ সিং এ দিন আনুষ্ঠানিকভাবে রাফায়েল গ্রহণ করে জানান, ‘আমাকে বলা হয়েছে ফরাসি শব্দ রাফায়েল মানে ঝড়ের গতি। আমি বিশ্বাস করি, এই ফাইটার জেট নিজের মান রাখবে।’
দশেরা উপলক্ষে এ দিন শস্ত্র পুজোর মাধ্যমে এই যুদ্ধবিমানকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘দশেরা মানেই বিজয়া দশমী, যেদিন আমরা অশুভর ওপর শুভর জয়কে উদযাপন করি, এ দিন ভারতীয় সেনারও ৮৭তম বার্ষিকী। সবদিক থেকেই এই দিনটি অত্যন্ত প্রতীকি।’ এ দিন বক্তব্য রাখার সময় রাজনাথ সিং দাবি করেন, এই বিশ্বমানের শক্তিশালী বিমান ভারতীয় সেনাকে শক্তিশালী করবেই। পাশাপাশি আগামী দিনে ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।