NE UpdatesHappeningsBreaking News
বিজেপির প্রার্থীতালিকা ঘিরে মণিপুরে বিক্ষোভ
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারি : ৬০ সদস্যের মণিপুর বিধানসভা নির্বাচনের জন্য আজ রবিবার প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি৷ আর এর পরেই ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন টিকিটবঞ্চিতরা। অনেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন৷ স্থানে স্থানে পুড়েছে নরেন্দ্র মোদির কুশপুতুলও৷
জোট সরকারের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র সভাপতি তথা উপ-মুখ্যমন্ত্রী ওয়াই জয়কুমার জানিয়েছেন, এমন মুহূর্তেরই অপেক্ষা করছিলেন তাঁরা। বিজেপির প্রার্থিত্বপ্রত্যাশীদের মধ্যে যারা টিকিট পাননি, কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে, এনপিপি তাঁদের ডেকে এনে টিকিট দেবে। বিজেপির তালিকা ঘোষণা হয়ে যাওয়ায় চূড়ান্ত তালিকা তৈরিতে তাঁরাও আর দেরি করবেন না।
মণিপুর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীতালিকায় এ বার তিনজন মহিলাকে প্রার্থী করা হয়েছে৷ টিকিট পেয়েছেন তিন অবসরপ্রাপ্ত আইএএস-ও। তবে বাদ পড়েছেন দুই বর্তমান বিধায়ক। দলের তরফে মণিপুরের নির্বাচনী পর্যবেক্ষক, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব প্রার্থী তালিকা ঘোষণা করে বলেন, বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে। প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ২১টি আসনে জিতেছিল। কংগ্রেস ২৮টি আসন পেয়ে এককগরিষ্ঠ হলেও সরকার গঠন করতে পারেনি। সংখ্যার খেলায় জিতে যায় পদ্মগোষ্ঠী। ছোট ছোট দলগুলিকে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। এতদিন তাঁর ডেপুটি হিসেবে মন্ত্রিসভায় থাকা ওয়াই জয়কুমার জোরগলায় জানিয়ে দিয়েছেন, এ বারের খেলা ২০১৭-র মতো সহজ নয়। তবে তাঁর অনুমান, এই নির্বাচনেও কোনও দল নিরঙ্কুশ হবে না। ২০-র বেশি আসন নিয়ে তাঁরাই এককগরিষ্ঠ হবেন এবং মন্ত্রিসভা গঠনে মুখ্য ভূমিকা নেবেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দুই দফায় ভোটগ্রহণ হবে মণিপুরে।