NE UpdatesHappeningsBreaking News

বিজেপিতে ফিরছেন টের পেয়েই ত্রিপুরায় সুবল ভৌমিককে সভাপতি পদ থেকে সরাল তৃণমূল

ওয়েটুবরাক, ২৪ আগস্ট : ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পদ থেকে সুবল ভৌমিককে অব্যাহতি দেওয়া হয়েছে৷ দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবকেই আপাতত দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, নতুন সভাপতি মনোনয়ন না হওয়া পর্যন্ত তাঁরাই ত্রিপুরায় দলকে নেতৃত্ব দেবেন। তবে পুরনো কমিটি এবং শাখা সংগঠনগুলি বহাল থাকবে।

Rananuj

পরে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, “ত্রিপুরাতে অনেক নতুন সদস্য  যোগদান করেছেন, তারা সবাই চাইছেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, যারা আগামীদিনে   ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে ত্রিপুরার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন।”

তিনি জানান, “দলীয় নেতৃত্ব চেষ্টা করছেন খুব শীঘ্রই একজন যোগ্য, দক্ষ, প্রতিশ্রুতিবান সভাপতি বেছে নেওয়ার৷ সবাইকে নিয়ে চলতে পারেন সে রকম একজন সভাপতিকে নিযুক্ত করা হবে৷ যতদিন পর্যন্ত এ রকম কাউকে না পাওয়া যাচ্ছে ততদিন আমরাই সবাই মিলে দল চালাবো।”

বিজেপির এক সূত্রে জানা গিয়েছে, তিনি আগামী ২৮ আগস্ট আবারও পদ্মশিবিরে যোগ দিচ্ছেন।  পশ্চিম ত্রিপুরার খুমলুঙে আয়োজিত জনসভায় তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে রাজ্য বিজেপির এক বড় অংশ  তাঁকে দলে ফেরাতে আপত্তি তুলেছিলেন৷ শেষপর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নিতে হয় তাদের৷ ফলে নতুন করে গেরুয়া টুপি পরলেও সেখানে কতটা স্বস্তিতে থাকবেন, যোগদানের আগেই সেই প্রশ্ন উঠেছে৷

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? রাজীব বলেন, সুবল ভৌমিকের নেতৃত্বে দল উপনির্বাচনে যে ফলাফল আশা করেছিল, তিনি সেখানে হতাশ করেছেন।

রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব অবশ্য খোলামেলাই বললেন, সুবল ভৌমিক অফিসে আসছেন না অনেকদিন। কেন আসেন না, কোনও জবাব নেই। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এত কথা শোনা যাচ্ছে, তাঁকে সে সব অস্বীকার করতে বলা হয়েছে, তাও তিনি করলেন না। দলে থেকেও তিনি অনেকদিন ধরে দলের সঙ্গে সংশ্রবহীন, তাই তাঁর দলত্যাগে কোনও ফারাক পড়বে না বলে আগাম শুনিয়ে রাখেন সাংসদ সুস্মিতা দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker