Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বিজয় দিবসে করিমগঞ্জ শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি
ওয়েটুবরাক, ১৬ ডিসেম্বর : ‘বাংলাদেশ বিজয় দিবস’ উদযাপন উপলক্ষে ভারত-বাংলা সীমান্তে তথা করিমগঞ্জ শহরের কুশিয়ারা নদীর পাশে থাকা শহিদ বেদীতে অভিবাদন জানিয়ে মেজর জেনারেল চমন লাল সহ অন্যান্যদের শ্রদ্ধা জানানো হলো শুক্রবার।
বিএসএফ ১৬ নং ব্যাটেলিয়ান কমান্ডেন্ট কে সি মিনার নেতৃত্বে একদল জওয়ানের সঙ্গে সীমান্তচেতনা মঞ্চের করিমগঞ্জ শহর সমিতির সদস্যরাও বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রচুর সাধারণ জনতা৷ ছিলেন চেতনা মঞ্চের সভাপতি গৌতম দে, প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায় প্রমুখও।
শহিদ বেদীতে সকাল ৯ টায় শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমের সূচনা হয়৷ শেষে বিসর্জন ঘাটে গিয়ে বেলুন উড়িয়ে, মিষ্টি বিতরণ করে বাংলাদেশ বিজয়ের সুখস্মৃতি আউড়ান প্রবীণরা। বিএসএফ জওয়ান সহ কিশোর-যুবকরা তাতে সামিল হন৷