NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বিক্রম কৈরিদের ১৫ জুলাই পর্যন্ত কাছাড়ে থেকে যেতে নির্দেশ
ওয়েটুবরাক, ১২ জুলাই: বন্যার প্রবল আস্ফালনের সময় দশ অফিসারকে কাছাড় জেলায় পাঠানো হয়েছিল৷ তাঁদের মূলত শিলচর শহরের বাইরের বন্যাজনিত কাজকর্মে জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়৷ তাঁদের এরই মধ্যে নিজ নিজ জায়গায় ফিরিয়ে নেওয়ার কথা ছিল৷ মঙ্গলবার এক নির্দেশে তাঁদের আরও কিছুদিন কাছাড়ে থেকে যেতে বলা হয়েছে৷ আগামী ১৫ জুলাই পর্যন্ত তাঁদের কাছাড়বাস সম্প্রসারণ করা হয়েছে৷
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব বিক্রম কৈরি, বিদ্যুৎ দফতরের যুগ্ম সচিব সারঙ্গপাণি শর্মা ছাড়াও তালিকায় রয়েছেন বিজনির মহকুমাশাসক রাহুলকুমার গুপ্ত, বরপেটার এডিসি লাচিতকুমার দাস, শিলঙে কর্মরত ডেপুটি রেসিডেন্ট কমিশনার মনজিৎ সনোয়াল, আসাম ভবনের ওএসডি রণদীপকুমার দাম, হাইলাকান্দির এডিসি জ্যোতির্ময় দৈমারি, নগাঁওয়ের সার্কল অফিসার কে ইশান সিং, বোকাখাতের সার্কল অফিসার শৌভিক দত্ত এবং মিনার্ভা আরাম্বম দেবী৷ মিনার্ভা কাছাড়ের কাটিগড়ার সার্কল অফিসার হলেও ১৫ জুলাই পর্যন্ত তাঁকে ওই টিমেই থাকতে বলা হয়েছে৷