India & World UpdatesHappeningsBreaking News
বিক্রমের ভেতরেই ঘুমিয়ে পড়ল প্রজ্ঞান, ইসরোর আশা, ফের জেগে উঠবে ২২ সেপ্টেম্বর
ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: ১৪ দিনের আয়ু ভরে বিক্রম ও প্রজ্ঞানকে চাঁদে পাঠিয়েছিল ইসরো। বিক্রম ও প্রজ্ঞানের মধ্যে যে সব যন্ত্রপাতিগুলি রয়েছে সবই সৌরশক্তি চালিত। অর্থাৎ যতক্ষণ চাঁদের মাটিতে সূর্যের আলো পড়ে, ততক্ষণ কাজ করতে সক্ষম ওইসব যন্ত্রপাতি। সূর্য ডুবে গেলে নিস্তেজ হয়ে পড়ে। শেষ হতে থাকে চার্জ। কর্মক্ষমতা হারিয়ে ফেলে। ২৩ আগস্ট থেকে ৬-৭ সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আলো থাকবে চাঁদের দক্ষিণ মেরুর বুকে। তারপরেই সেখানে নেমে আসবে নিকষ কালো রাত। তখন কাজ করতে পারবে না চন্দ্রযান-৩। কার্যতই ঘুমের দেশে পাড়ি দেবে সে।
ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর আবার সূর্যোদয় হবে চাঁদের বুকে। পরবর্তী সূর্যোদয়ে ফের আলোয় ভিজবে চাঁদের মাটি। যদিও বিক্রম ও প্রজ্ঞানকে এক চাঁদবেলায় কাজ করার তৈরি করা হয়েছিল, তবে আশা করা হচ্ছে পরবর্তী সূর্যোদয়ের সময় তারা ফের জেগে উঠতে পারে। আর তা যদি হয় তবে আবার কাজ করা শুরু করে দেবে সে।
ইসরো এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “রোভার তার কার্যভার সম্পন্ন করেছে। বর্তমানে নিরাপদ ভাবে তাকে পার্কিং করে স্লিপ মোডে ফেলে দেওয়া হয়েছে। তার স্লিপ মোড সেট করে দেওয়া হয়েছে। এপিএক্সএসএবং এলআইবিএস পেলোডগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই পেলোডগুলি থেকে পাওয়া সমস্ত ডেটা ল্যান্ডার বিক্রমের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
এবার চাঁদে নেমে আসবে রাত। মাত্রাতিরিক্ত হাড়কাঁপুনি ঠাণ্ডা থেকে বাঁচতে বিক্রমের পেটে তাই সেঁধিয়ে গিয়েছে প্রজ্ঞান। তবে এর ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে। তাই ২২ সেপ্টেম্বর সূর্যের আলো মুখে পড়লে ফের ঘুম ভাঙতে পারে চন্দ্রযানের।