Barak UpdatesHappeningsBreaking News

বিকে রায়কে সরানো হল, শিলচর এনআইটিতে অনশন প্রত্যাহার

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : পাঁচদিন পর অনশন প্রত্যাহার করলেন শিলচর এনআইটির আন্দোলনরত পড়ুয়ারা৷ শুক্রবার সকালে শিলচরে ফিরে ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন৷ তাদের দাবি মেনে বিনয়কৃষ্ণ রায়কে ডিন পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন৷ কিন্তু নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন তাঁরা৷ সারা দিন ডিরেক্টর দফায় দফায় বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন৷ শেষে রাত দশটা নাগাদ ডিন অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন ডিরেক্টর৷ ওই নির্দেশ বিনয়কৃষ্ণ রায়ের কাছে পৌঁছনোর আগেই ওই নির্দেশ বয়ে নিয়ে যান আন্দোলনকারীদের কাছে৷ তাঁরা অবশ্য এর পর আর কোনও কথা বলেননি৷ আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তিনি নিজেই ফলের রস খাইয়ে দেন৷

এ দিকে, কজো বোকারের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ইটানগরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মোমবাতি মিছিল বের হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker