Barak UpdatesHappeningsBreaking News
বিএসএনএলের অবসরপ্রাপ্ত এসডিই, সমাজসেবী শংকর দাস প্রয়াত

ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি: বিএসএনএলের অবসরপ্রাপ্ত এসডিই, ক্রীড়া সংগঠক, বিভিন্ন সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, সমাজসেবী শংকর দাস আর নেই। শনিবার সকালে অন্যদিনের মতো প্রাতর্ভ্রমণে বেরোচ্ছিলেন। গেট পেরোতেই অস্বস্তি বোধ করতে থাকেন। ঘরে ফিরে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডেকে আনা হয়। বাড়িতেই তাঁকে হৃদরোগে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
তাঁর স্ত্রী কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুমিতা দাস এবং ছোট ছেলে তখন বাড়িতেই ছিলেন। বড় ছেলে গুয়াহাটিতে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। বেলা বারোটায় তিনি শিলচরের বিমানে চড়বেন। অনুমান করা হচ্ছে, আড়াইটা নাগাদ শংকরবাবুর দেহ নিয়ে শিলচর মহাশ্মশানের উদ্দেশে রওনা হবে।
শংকর দাসের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সক্ষম-এর উত্তরপূর্ব সচিব মিঠুন রায় বলেন, “তিনি ছিলেন সক্ষম পরিবারের স্তম্ভবিশেষ। তাঁর প্রয়াণে আমাদের বিরাট ক্ষতি হল।”
একই কথা শোনান বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কর্মকর্তারা। কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সচিব দ্বিজেন্দ্রলাল দাস বলেন, “সকাল সকাল এই খবর শুনে মন খারাপ হয়ে গেল। বাকসের সঙ্গে তার সম্পর্ক কি ছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। সব সময় আমাদের পাশে থাকতেন।নিজেকে বাকসের একজন মনে করতেন।”
শংকরবাবু ছিলেন নরসিং স্কুলের ছাত্র। প্রাক্তনী সংস্থারও কর্মকর্তা। প্রাক্তনী সংস্থা তরফে মহীতোষ পাল গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের সবচেয়ে সক্রিয় সদস্য ছিলেন তিনি। যে কোনও কর্মসূচিতে তাঁকে ভরসা করা হতো।”
শংকর দাস পঞ্চানন শিববাড়ি পরিচালন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন বৈদ্যুতিন সংবাদ সংস্থা সিএনএন ২৪-র চেয়ারম্যান। বিএসএনএল বা এর আগে বিভাগটি পিঅ্যান্ডটি হিসেবে পরিচিত থাকার সময়েও বিভাগীয় অফিসার-কর্মচারীদের সংস্থার তিনিই ছিলেন ক্রীড়া বিষয়ক কর্মকর্তা। বিভাগীয় প্রতিযোগিতায় বহুবার জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেন। বিজয়ী হয়েছেন একাধিক সময়ে।