India & World UpdatesAnalytics
বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন বিবেক রাম চৌধুরী
২১ সেপ্টেম্বর : ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া। তাঁর অবসরের পরে চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। বিবেক রাম চৌধুরী বর্তমানে বায়ুসেনার ভাইস চিফ অব এয়ার স্টাফ পদে নিযুক্ত রয়েছেন। এয়ার মার্শাল চৌধুরী ভারতীয় বায়ুসেনার সামরিক ক্ষেত্রে নিযুক্ত হন ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর। তারপর থেকে বিভিন্ন কমান্ডের দায়িত্ব সামলেছেন। বায়ুসেনার একাধিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এবং বায়ু সেনা মেডেলে সম্মানিত হয়েছেন তিনি। সব মিলিয়ে দীর্ঘদিন চার দশকের কর্মজীবনে ১৫ টি মেডেলে সম্মানিত হয়েছেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী।
১ জুলাই ভারতীয় বায়ুসেনার ভাইস চিফের দায়িত্ব গ্রহণ করেন বিবেক রাম চৌধুরী। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এইচ এস অরোরা ৩০ জুনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর সেই আসনে বসেন এয়ার মার্শাল চৌধুরী। প্রায় চার দশক ধরে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত রয়েছেন বিবেক রাম চৌধুরী। মিগ-২৯ স্কোয়াড্রনকে কমান্ড করা থেকে শুরু করে, ফরওয়ার্ড বেস কমান্ড করা এবং পুনের বায়ুসেনার ঘাঁটিকেও কমান্ড করেছেন তিনি। শ্রীনগরে বায়ুসেনার চিফ অপারেশন অফিসারের পদেও দীর্ঘদিন নিযুক্ত ছিলেন। এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া অবসর নিচ্ছেন ৩০ সেপ্টেম্বর। তাঁর অবসর গ্রহণের পরে দেশের বায়ুসেনার ২৭ তম চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিবেক রাম চৌধুরী।