NE UpdatesHappeningsBreaking News
বাড়ি পৌঁছে মাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ বিধায়ক অখিল গগৈ
২৭ জুন : মাত্র দুদিনের জন্য পেরোলে মুক্তি পাওয়ার পর যোরহাটের চেলংহাটে নিজের ঘরে গিয়ে আবেগপ্রপবণ হয়ে পড়েন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। নিজের গ্রামে পৌছানোর পর তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। আর ঘরে পৌছেই তিনি তাঁর অসুস্থ মাকে জড়িয়ে ধরেন। এই দৃশ্য দেখে ওই সময় অনেকেই নিজের চোখের জল ধরে রাখতে পারেননি।
গ্রামবাসীর মুখোমুখি হয়ে অখিল গগৈ বলেন, আসামে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, তাঁর মা প্রিয়দা গগৈর চোখে অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু তিনি নিজের মাকে সময় দিতে পারছেন না। আগামীতে জামিন পেলে তিনি মায়ের চোখের অস্ত্রোপচারের কাজটি করবেন। উল্লেখ্য, মাত্র দুদিনের জন্য খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন শিবসাগরের বিধায়ক। একাধিক মামলায় অভিযুক্ত বর্তমানে স্বাস্থ্যজনিত কারণে গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকা অখিলকে তাঁর মায়ের সঙ্গে দেখা করার জন্য দুদিনের জন্য মুক্ত করে এনআইএ-র আদালত।
সে অনুযায়ী শুক্রবার রাত ৯টা নাগাদ গুয়াহাটি মেডিক্যাল কলেজ থেকে বেরিয়ে আসেন অখিল গগৈ। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় চাঁদমারির নিজরাপারের বাড়িতে। এরপর সেখান থেকে তাঁকে যোরহাটে নিয়ে আসা হয়। প্রায় দেড় বছর পর নিজের বাড়িতে আসতে পারেন তিনি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মায়ের সঙ্গে সাক্ষাত করেন তিনি। এদিকে চাঁদমারির বাসভবনে নিজের ছেলে ও স্ত্রীকে পেয়ে উৎফুল্ল হয়ে ঊঠেন অখিল গগৈ। উল্লেখ্য, অখিল গগৈর আইনজীবী তাঁর মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য এনআইএ আদালতে আবেদন জানিয়েছিলেন। এরপরই আদালত দুদিনের জন্য তাঁকে যাবার অনুমতি দেয়।