Barak UpdatesHappeningsBreaking News
বাস্তুপূজার মাধ্যমে শুরু হল শিলচর জেলা গ্রন্থাগারের নির্মাণ কাজ
২৫ ফেব্রুয়ারিঃ শিলান্যাস হয়ে গিয়েছে অনেকদিন। কিছু কারিগরি সমস্যার দরুন কাজ শুরু করা যায়নি। বৃহস্পতিবার সকালে বাস্তুপূজার মাধ্যমে শিলচর জেলা গ্রন্থাগারের নির্মাণকাজ শুরু হয়। পুরোহিতের পরামর্শে পূজাপাঠ করেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল। তিনি জানিয়েছেন, প্রথমে পাইলিংয়ের কাজ হবে। মোট ৭৬১টি পাইলিং হবে। ৮৩টি পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে সাততলা গ্রন্থাগারটি। তাঁর দাবি, ৪ বিঘা জমির ওপর এই গ্রন্থাগারই হবে উত্তর-পূর্বের সবচেয়ে বড় গ্রন্থাগার।