NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বাল্যবিবাহ রোধে কাছাড় থেকে শুরু বাল পঞ্চায়েত

ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি : বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গ্রামে গ্রামে বাল পঞ্চায়েত আয়োজনের কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কাছাড় জেলা থেকে এই সচেতনতা কার্যসূচির সূচনা হয়। বাল্যবিবাহের ঘটনাবহুল দশটি পকেটকে বেছে নিয়ে এ দিন কাছাড়ে বাল পঞ্চায়েত অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী টুইট করে জানান, এটি বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশি অভিযানের অতিরিক্ত এক কর্মসূচি। তিনি সংশ্লিষ্ট সবাইকে বাল পঞ্চায়েতের উপযুক্ত পকেট বেছে বার করতে বলেন। ওই সব জায়গায় পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে সরকারি তরফে সচেতনতা সভার আয়োজন করা হবে। পুরোহিত-কাজিদেরও সভায় উপস্থিত করা হবে। পঞ্চায়েত সভাপতিরাই হবেন নতুন কর্মসূচির নোডাল অফিসার। তাঁকে সহায়তা করবেন আশাকর্মী, অঙ্গনাড়ি ওয়ার্কার, ডাক্তার, পুলিশ, সরকারি কর্মীরা।

রবিবার কাছাড় জেলার বাল পঞ্চায়েতগুলিতে জেলাশাসক রোহনকুমার ঝা, পুলিশ সুপার নোমল মাহাত্তাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অসমে ৩ ফেব্রুয়ারি বাল্য বিবাহ সম্পর্কীত মামলায় ধরপাকড় শুরু হয়েছে। এ পর্যন্ত ৪২৩৫টি মামলায় ৬৭০৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। ৩০৪৭ জনকে গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ৯৩ জন মহিলাও রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker