Barak UpdatesHappeningsBreaking News

শিলচর বার অ্যাসোসিয়েশনে এবার পুরনো জুটি বনাম নতুন মুখের লড়াই

ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : প্রায় শেষমূহূর্তে জেলা বার অ্যাসোসিয়েশনের লড়াই ভিন্ন উচ্চতা পেল৷ বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি জয়ী হলে যে ম্যাড়ম্যাড়ে ব্যাপার ঘটত, সে আশঙ্কা এখন আর নেই৷ বিদায়ী সভাপতি দুলাল মিত্র আগেই জানিয়ে রেখেছেন, তিনি আরও একবার ওই দায়িত্ব গ্রহণ করে কিছু অসমাপ্ত কাজ সুন্দর ভাবে সম্পন্ন করতে চান৷ তাঁর এই কথার পর কেউ আর শীর্ষ পদটিতে প্রার্থিত্বের দাবি জানাননি৷ সাধারণ সম্পাদক সহ সব পদে নিশ্চিত লড়াই হতে চললেও সভাপতি পদের জন্য ভোট না হওয়ার জায়গা থেকেই ম্যাড়ম্যাড়ে শব্দটি কয়দিন ধরেই আইনজীবীদের মুখে মুখে ছিল৷
সেখান থেকেই লড়াইর সিদ্ধান্ত চূড়ান্ত করেন সুমিতা সোম৷ তাঁর ইচ্ছা প্রকাশের পর নড়েচড়ে বসেন সবাই৷ কারণ শিলচর বারের দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম সভাপতি পদে কোনও মহিলা প্রতিদ্বন্ধিতা করতে চলেছেন৷ এই বিষয়টি শুরুতেই সুমিতা দেবীকে প্রচারে অনেকটা সুযোগ করে দিয়েছে৷ বিনা শ্রমে প্রচারের এমন সুবিধা আর কারও ভাগ্যে জোটেনি৷ দ্বিতীয়ত, সুমিতা সোম আইনজীবী মহলে যেমন বিশেষ ব্যক্তিত্ব, তেমনি শহরেও অত্যন্ত পরিচিত মুখ৷ এর আগে একদিকে যেমন বার সংস্থার নানা ইস্যুতে তাঁর উপস্থিতি লক্ষ্যণীয় ছিল, অন্যদিকে তেমনি ইনার হুইল ক্লাবের মতো আন্তর্জাতিক সংস্থায় তিনি নানা দায়িত্ব সামলেছেন৷ সুমিতা দেবীর আরও একটি সুবিধার জায়গা হলো, তাঁর স্বামী দেবাশিস সোমও আইনজীবী এবং সংগঠক হিসাবে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে৷
সেদিক থেকে সভাপতি পদে যে জোরদার লড়াই হতে চলেছে, তা উল্লেখ না করলেও চলে৷ কারণ দুলাল মিত্রও বার সংস্থায় অতি জনপ্রিয়৷ প্রচণ্ড বাম বিরোধিতার সময়েও এই সিপিএম নেতা বার সংস্থার নির্বাচনে বিজয়ী হয়েছেন৷ স্বচ্ছ ভাবমূর্তি ও সদাচার তাঁকে সকলের কাছে বিশ্বস্ত করে তোলে৷
সাধারণ সম্পাদক পদের লড়াই এ বার আবার অন্য কারণে আকর্ষণীয়৷ নীলাদ্রি রায় সভাপতির দায়িত্ব পালনের পর গতবার সম্পাদক পদে ফিরে এসেছেন৷ ফলে আইনজীবীদের ভোটে তিনি অত্যন্ত সফল প্রার্থী৷ অন্তত বার সংস্থার ভোটে জেতার প্যাঁচপয়জার তাঁর খুব ভালো জানা৷ মজার বিষয় হলো, তাঁর সঙ্গে যুগ্ম সম্পাদকের দায়িত্বে থেকে অমলাভ দাশও সে সব ভালোই শিখে নিয়েছেন,  আদালতে গেলেই এমন কথা শোনা যায়৷ নীলাদ্রিবাবুর অস্ত্রে শান দিয়েই অমলাভ এ বার বিদায়ী সাধারণ সম্পাদকের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন৷ গুরুত্বপূর্ণ ওই পদে লড়বেন বলে জানিয়ে দিয়েছেন অপেক্ষাকৃত তরুণ মুখ অমলাভ দাশ৷ এই পদে লড়াই করতে চলেছেন আর এক পরিচিত আব্দুল হাই লস্কর৷ বার সংস্থার লড়াইয়ে তাঁর হাতও কম পাকা নয়৷ আগেও একবার সাধারণ সম্পাদক ছিলেন তিনি৷ ফলে এই পদের ত্রিমুখী লড়াইয়ে কাকে বেছে নেওয়া, ভোটারদের তা কঠিন পরীক্ষায় ফেলবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker