Barak UpdatesHappeningsBreaking News
বাবার মৃত্যু বার্ষিকীতে রাস্তার পাশের অসহায়দের খাবারের প্যাকেট বিতরণ পুত্র-কন্যার
১৩ জুন : বাবার প্রথম মৃত্যু বার্ষিকীতে শিলচর শহরের সড়কের পাশে থাকা অসহায়দের রাতের খাবারের ব্যবস্থা করে দিলেন তিন পুত্র-কন্যা। তাঁদের এই মহান উদ্যোগে সামিল হলেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া।
বাবার প্রথম মৃত্যু বার্ষিকীতে এই মহান উদ্যোগে সামিল হয়েছেন তাঁর পুত্র-কন্যা যশোবন্ত দাস, মাধবী দাস ও জ্যোতিরাদিত্য দাস। গত বছর শিলচর কাঁঠাল রোডের মাদার টেরেজা লেনের বাসিন্দা জগদিন্দু দাস প্রয়াত হন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাস্তায় থাকা নরনারায়ণ সেবায় সামিল হন তাঁরা। শিলচর শহরের রাস্তায় এবং রেলওয়ে স্টেশনে থাকা প্রায় ৯০ জন মানুষের রাতের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়াও হোম আইসোলেশনে থাকা অসুস্থ অসহায় ২০ জন রোগীকে খাবার পৌঁছানো হয়।এই বিতরণ অনুষ্ঠানে কাছাড় জেলার নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া ছাড়াও উপস্থিত ছিলেন শহরের তরুণ সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী। তাঁরা দুজনও অসহায়দের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।
এ দিকে, খাবার বিতরণ শুরু করার আগে যশোবন্ত দাস, মাধবী দাস, জ্যোতিরাদিত্য দাসের পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও রাইজিং ইয়ুথ সোসাইটির সদস্যদের হাতে মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি সবাই প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন।