Barak UpdatesHappeningsBreaking News
বানানের কর্মশালায় প্রশিক্ষক যখন স্যার পবিত্র সরকার, লিখেছেন মানসী দাশগুপ্ত
//মানসী দাশগুপ্ত//
বিদায় ২০২৪। স্বাগত ২০২৫।
সদ্য বিদায়ী বছর ২০২৪-এ আমার জীবনের একটি স্মরণীয় দিন বা মুহুর্তের কথাই আজ আমার এই লেখনীতে তুলে ধরার চেষ্টা করছি।
২০২৪- এর সেই দিনটি ছিল, ১৫ ই ডিসেম্বর । খুব একটা বেশি আগের কথা নয় । বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা সমিতি এবং আসাম বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগের যৌথ উদ্যোগে বঙ্গভবনে আয়োজন করা হয় “বানান কর্মশালা”-র। বাংলা বানানের কর্মশালার যে আয়োজন করেছিলেন উদ্যোক্তারা সেদিন তা সব মিলিয়ে এককথায় অসাধারণ ।
একে তো বাংলা বানানের কর্মশালা, এর ওপর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার।
আমি অধ্যাপক পবিত্র সরকারের লেখা পড়েছি বিভিন্ন পত্রিকায়, কখনও বা কিছু অনুষ্ঠানে তাঁর উপস্থিতির কথাও শুনেছি, তবে তাঁকে এতো সামনে থেকে চাক্ষুষ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি । তাঁর বাংলার প্রতি অগাধ ভালোবাসা, টান কিংবা বাংলা বানান নিয়ে এখনও তাঁর এত গবেষণা, এই বয়সে এত স্পষ্ট উচ্চারণ! এর চেয়েও বড় কথা, তাঁর ধৈর্য দেখে অবাক হয়েছি । তাইতো আমরা বলি, বয়সটা শুধু সংখ্যা মাত্র। সেই সংখ্যা তাঁকে দমাতে পারেনি। সবশেষে,তাঁর হাত দিয়ে শংসাপত্র পাওয়ার যে আনন্দ অবশ্যই স্মরণীয় এক মুহুর্তেরই সাক্ষী হয়েছিলাম । বাংলার ‘বানান’ নিয়ে তাঁর সান্নিধ্যে কিছুটা সময় কাটানো আমাদের প্রত্যেকের সৌভাগ্য হয়েছে সেদিন। বলতে গেলে, এমন একটি বিষয় নিয়ে কর্মশালা হয় সেদিন যা আমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী। কারণ, বানান হচ্ছে প্রত্যেকটি ভাষার এমন এক উপাদান, যা সঠিকভাবে না জানলে সেই ভাষা বা শব্দের খেই হারিয়ে যায়। আমরা কিছু লিখতে গিয়ে যদি সঠিক বানানটাই না জানি তখন লিখি এক, উচ্চারণ করি আরেক , এতে শব্দের বা বানানের বিকৃতি ঘটে। তা হয় সঠিক বানান না জানার ফলে। তাই বানান সম্পর্কে আমাদের প্রত্যেককে ওয়াকিবহাল থাকতে হবে, বিশেষ করে আমরা যারা বাংলা নিয়ে চর্চায়, গবেষণায় নিরত রয়েছি আমাদেরতো বাংলা বানানের ব্যাপারে সচেতন থাকতেই হবে, সঠিক বাংলা বানান জানতেই হবে । যত দিন বা সময় এগোচ্ছে বাংলা বানান বদলাচ্ছে । আমরা অতীতে কিছু কিছু বাংলা বানান যেমনটা শিখে বা লিখে এসেছি আজ বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই বানানের বদল ঘটেছে , হয়তো আগামীতে আরও বদলাবে । আর বানান বদলালে অনেক সময় উচ্চারণও বদলে যায় । বিভিন্ন সময়ে ভাষাবিজ্ঞানীরা অনেক বাংলা বানানের বদল ঘটিয়েছেন যা নাকি আমাদের পড়া, লেখা বা উচ্চারণের সুবিধার্থে । বাংলা বানানের বদল যে শুধু মুখে মুখে বদলেছে তা কিন্তু নয়, বানানের ওপর অনেক বইও বেরিয়েছে । যা আমাদের সাহায্যতো করবেই সেইসঙ্গে বাংলা বানান নিয়ে আমরা সচেতনও হতে পারবো ।
পবিত্র স্যার যতটুকু সময় ‘বানান’ নিয়ে আলোচনা করেছেন সেদিন, অনেক কিছু জেনেছি , কিছুটা জানা, আবার নতুন করেও কিছু জেনেছি, উপকৃত হয়েছি ।
আপনি ভালো থাকুন স্যার , বানানের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন ।