NE UpdatesHappeningsBreaking News
বাণিজ্যে পাশের হারে রাজ্য সেরা পশ্চিম কার্বি আংলং, বিজ্ঞানে বাকসা
ওয়ে টু বরাক, ৬ জুন ঃ উচ্চ মাধ্যমিক বাণিজ্য শাখায় রাজ্যের জেলাগুলোর মধ্যে সবথেকে ভাল ফল করেছে পশ্চিম কার্বি আংলং। উত্তীর্ণের হার ৯৭.১৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে নলবাড়ি, উত্তীর্ণের হার ৯৬.৭১ এবং তৃতীয় স্থানে দক্ষিণ শালমারা, হার ৯৪.৪৪ শতাংশ। তবে এই জেলাগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা একেবারেই কম ছিল। পশ্চিম কার্বি আংলং থেকে ৭১ জন, নলবাড়ি থেকে ৩০৪ জন ও দক্ষিণ শালমারা থেকে মাত্র ৩৬ জন এ বার পরীক্ষায় বসেছিলেন।
বিজ্ঞান শাখায় সবথেকে ভাল ফল করেছে বাকসা জেলা। ৯২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৮৮ জন। পাশের হার ৯৫.৬৯ শতাংশ। বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হারে দ্বিতীয় স্থানে শিবসাগর, পাশের হার ৯৪.৮০ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে নলবাড়ি, পাশের হার ৯৪.৬১ শতাংশ।