NE UpdatesHappeningsBreaking News
বাড়িতে রাইফেল-গুলি, গ্রেফতার প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমাতারি
ওয়েটুবরাক, ৮ জানুয়ারি: প্রাক্তন বিপিএফ বিধায়ক হিতেশ বসুমাতারিকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বাড়িতে মিলল একে-৪৭ রাইফেল ও এম-১৬ রাইফেল। মেলে একে ৪৭ রাইফেলের ৯৬ রাউন্ড ও এম-১৬ রাইফেলের ৯ রাউন্ড গুলি। এসপি পি পি সিংহ জানান, চাপাগুড়ির প্রাক্তন বিধায়ক হিতেশ বড়োভূমিতে নতুন জঙ্গি সংগঠন তৈরির পরিকল্পনা করছেন জানতে পেরে তাকে গ্রেফতার করা হয়। মুসলপুরের বেলগুড়ি গ্রামে হিতেশের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।
তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে বড়ো জাতীয় সুরক্ষা মঞ্চের কার্যনির্বাহী সভাপতি দাওরাও দেসরেব নার্জারি ও বড়োল্যান্ড কোনটার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি বিক্রম দৈমারিকে। আদালত তিনজনকেই ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। হিতেশ বিপিএফ বিধায়ক হওয়ার আগে বিএলটি জঙ্গি ছিলেন।