Barak UpdatesHappeningsBreaking News
বাড়িতে চিকিৎসার অনুমতি সহ চিকিৎসক ও অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আজাদ হিন্দ রােডে
১৭ আগস্ট: করােনাকালে শুধু বাড়িতে থেকে চিকিৎসা করানাের অনুমতিই নয়, চিকিৎসক সহ অ্যাম্বুলেন্সেরও সুবিধা প্রদান করে অনন্য নজির সৃষ্টি করল শিলচরের আজাদ হিন্দ রােড ডেভেলপমেন্ট কমিটি। চারদিকে যেভাবে করােনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং জেলা স্বাস্থ্য পরিকাঠামােয় ঘাটতি দেখা দিচ্ছে সেদিকে লক্ষ রেখেই করােনা আক্রান্তদের প্রতি সহযােগিতার হাত বাড়িয়েছে ওই ডেভেলপমেন্ট কমিটি।
এক প্রেস বিবৃতিতে ডেভেলপমেন্ট কমিটির সাধারণ সম্পাদক নবেন্দু দে জানিয়েছেন, উপসর্গহীন রােগীদের বাড়িতে থেকে চিকিৎসা করানাের ক্ষেত্রে এলাকাবাসীর কোনও আপত্তি নেই। এ ব্যাপারে যাবতীয় কোভিড বিধি মেনে আক্রান্তদের প্রয়ােজনীয় সহযােগিতা করারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ইতিমধ্যে কমিটির এই সিদ্ধান্তের কথা জেলাশাসককে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বাড়িতে থেকে রােগীরা যাতে কোনও অসুবিধেয় না পড়েন তারজন্য সবসময় প্রস্তুত রয়েছেন একজন চিকিৎসকও।
রােগীদের প্রয়ােজনে হাসপাতালে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও। নবেন্দুবাবু জানান, এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি স্বেচ্ছাসেবী দলও গঠন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করােনা প্রতিরােধে লড়াই চালিয়ে যাচ্ছেন। করােনা মােকাবিলায় সরকারি যােদ্ধারা যেভাবে অনুদান পাচ্ছেন, ঠিক সেভাবে এই স্বেচ্ছাসেবকদেরও অনুদানের ব্যবস্থা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নবেন্দুবাবু।