India & World UpdatesHappeningsBreaking News
বাজপেয়ীর ‘শাইনিং ইন্ডিয়া’ মনে করালেন মমতা
ওয়েটুবরাক, ৩০ এপ্রিল : ২০০৪ সালের লোকসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি হতে চলেছে। এমনটাই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জঙ্গিপুর কেন্দ্রে আয়োজিত সভায় তাঁর বক্তব্য, বিজেপি প্রথম দু’দফার ভোটে দেখেই বুঝে গিয়েছে ফল কী হতে চলেছে। তাই আরও বেশি করে ‘মিথ্যা প্রচারে’ জোর দিচ্ছে।
তাঁর কথায়, ‘‘হাওয়ায় কিন্তু রটে গিয়েছে, দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মুম্বই, মুম্বই থেকে রাজস্থান, রাজস্থান থেকে কেরল, কেরল থেকে বাংলা— বিজেপি হটাও দেশ বাঁচাও। দুটো পর্বে এপাশ ওপাশ ধপাস হয়ে গিয়েছে। বাকি পাঁচটার জন্য বুক দুরু দুরু করছে।’’
প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তোলেন মমতা। তাঁর কথায়, ‘‘অটলজির সময়ে ২০০৪ সালে কী হয়েছিল মনে আছে? উনি খুব ভাল মানুষ ছিলেন। আমি তা নিয়ে কিছু বলব না। তবে সেই সময়েও বিজেপি স্লোগান দিয়েছিল ‘ইন্ডিয়া শাইনিং’। মানুষ কিন্তু গ্রহণ করেননি। এ বারও তেমনই হবে।’’