HappeningsCultureBreaking News
বাঙালি মিউজিয়ামের প্রস্তাব খারিজ
১ নভেম্বর: বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতির স্মারক রূপে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে একটি বাঙালি সংগ্রহশালা স্থাপনের যে দাবি জানিয়েছিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র হিমন্ত বিশ্ব শর্মা শনিবার তা খারিজ করে দেন৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, শঙ্করদেব কলাক্ষেত্রে মিঞা বা বাঙালি, এই ধরনের কোনও মিউজিয়াম হবে না৷ তাঁর বক্রোক্তি, দলীয় টিকিট পাওয়া অনিশ্চিত৷ তাই এইসব বলে নেতাদের নজরে পড়তে চাইছেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ৷ তাঁর কথায়, খামোকা ভোটের আগে বাঙালিদের নিয়ে বিভেদমূলক রাজনীতি করা অর্থহীন৷ বাঙালিরা অসমের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন৷