NE UpdatesHappeningsBreaking News
বাঙালি নির্যাতনের কথা মানতে চাইলেন না মণিপুরের সাংসদ রঞ্জন
লক্ষীপুরে মণিপুরি প্রার্থী দাবি বিজেপির কাছে
২২ নভেম্বরঃ মণিপুরে বাঙালি নির্যাতনের কথা অস্বীকার করলেন সে রাজ্যের বিজেপি সাংসদ আরকে রঞ্জন। শনিবার শিলচরের গান্ধীভবনে অল আসাম মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) আয়োজিত এক আলোচনাসভায় তিনি অংশ নেবেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, মণিপুরে বাঙালি নির্যাতনের অভিযোগ ঠিক নয়। তবে শ্রমিক শ্রেণির সঙ্গে মাঝেমধ্যে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এর সঙ্গে কোনও বিশেষ জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষের সম্পর্ক নেই। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারে অভিযোগেও সরকার কড়া ব্যবস্থা নেয় বলে দাবি করেন সাংসদ রঞ্জন।
তিনি বরং আসামের মণিপুরিদের স্বার্থ সুরক্ষার দাবি তোলেন। বলেন, অন্তত একটি আসন থেকে একজন মণিপুরিকে জিতিয়ে নেওয়া উচিত। তাঁর দলের কাছে পরামর্শ, মণিপুর ঘেষা লক্ষীপুর বিধানসভা আসনটিতে বিজেপি মণিপুরি প্রার্থী দিয়ে জিতিয়ে নিক।
আমসু অনেকদিন ধরে মণিপুরি ভাষাকে অসমের সহযোগী সরকারি হিসেবে দাবি করছে। রঞ্জনবাবু একে সমর্থন জানিয়ে বলেন, তিনি এ নিয়ে সংসদেও বক্তব্য রেখেছেন। কথা বলবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও নেড্ডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। অনুরোধ জানাবেন এই দাবি দ্রুত বাস্তবায়নের জন্য।
আলোচনা সভায় সাংসদ রঞ্জন মণিপুরিদের ভাষা ও ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্ব দেন। বলেন, মণিপুরি রাজাদের বিভিন্ন স্মারক ও স্থাপত্য এই অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলিকে উপযুক্ত মর্যাদায় সংরক্ষণ করতে হবে।
শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, আসাম মণিপুরি সাহিত্য সভার সভাপতি নয়নচাঁদ সিংহও আলোচনায় অংশ নেন। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন আমসুর উপদেষ্টা লোকনাথ সিংহ।