NE UpdatesHappeningsBreaking News
বাঘজানের পরিস্থিতি দেখলেন পেট্রোলিয়াম মন্ত্রী ও মুখ্যমন্ত্রী
১৪ জুন : বাঘজান ট্র্যাজেডির ১৯ দিন পর মুখ্যমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে ঘটনাস্থলে উপস্থিত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘটনাস্থলে পরিস্থিতি ভালভাবে খতিয়ে দেখে কেন্দ্রীয় মন্ত্রী সেখানে থাকা কয়েকটি আশ্রয় শিবিরও পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রবিবার এই সফরকালে বলেছেন, বাঘজানের আগুন নেভানোর জন্য দেশ বিদেশের বহু বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা দুজনেই এই আগুন খুব শীঘ্রই বন্ধ হবে বলে আশা ব্যক্ত করেন।
এ দিকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন কালে অয়েল ইন্ডিয়ার বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, মন্ত্রী যোগেন মোহন, সঞ্জয় কিষাণ ও কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এ দিন বাঘজানের জন্য কয়েকটি ঘোষণাও দেন। বাঘজানে একটি মডেল হাসপাতাল ও একটি পশু হাসপাতাল নির্মাণ করা হবে। এখানে একটি স্কুলও তৈরি করা হবে। তাছাড়া বাঘজান থেকে তিনসুকিয়া পর্যন্ত যাওয়া রাস্তাটি পাকা করা হবে বলেও এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।