Barak UpdatesHappeningsSportsBreaking News
বাকসের বিচারে এ বছরের সেরা সংগঠক নিরঞ্জন দাস, পুরস্কার বিতরণ শুক্রবার
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাক্স) কাছাড় জেলা কমিটির বৰ্ষসেরা অনুষ্ঠান আগামী ১৪ অক্টোবর, শুক্রবার৷ এদিন সকাল এগারোটায় অনুষ্ঠান শুরু হবে শিলচর সাৰ্কিট হাউস রোডের আশীৰ্বাদ ভবনে৷ এ বছর মোট ১৬ জন ক্রীড়াবিদকে সংবৰ্ধনা দেওয়া হবে৷ এছাড়া এবছর সংগঠক হিসেবে সম্মাননা দেওয়া হবে শিলচর ডিএসএ-র ক্রিকেট সচিব তথা শিলচর ভেটেরন ক্রিকেটাৰ্স ক্লাবের সচিব নিরঞ্জন দাসকে৷ প্ৰতিবারের মতো এবারও দু’জন ক্রীড়া সাংবাদিককে বাক্স সম্মাননা দেওয়া হবে৷ এবার এই সম্মাননা পাচ্ছেন কাছাড়ের তাজ উদ্দিন এবং করিমগঞ্জের শুভব্ৰত দাশ৷
শিলচর ডিএসএ-র সতীন্দ্ৰমোহন দেব স্টেডিয়াম কমপ্লেক্সে অবস্থিত বাক্স কেন্দ্ৰীয় কাৰ্যালয়ে বুধবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এবারের কাছাড় জেলার বৰ্ষসেরা পুরস্কার প্ৰাপকদের নাম ঘোষণা করা হয়৷ এতে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম তিন উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী, নিলয় পাল ও রুদ্ৰনারায়ণ গুপ্ত৷ বাক্সের কেন্দ্ৰীয় সভাপতি রিতেন ভট্টাচাৰ্য, সচিব বিশ্বনাথ হাজাম, কাছাড় জেলা কমিটির সভাপতি রতন দেব, সচিব অভিজিৎ ভট্টাচাৰ্য, প্ৰাক্তন জেলা সভাপতি দেবাশিস সোম প্ৰমুখও উপস্থিত ছিলেন৷ উপদেষ্টারা বৰ্ষসেরা পুরস্কার প্ৰাপকদের নাম ঘোষণা করেন৷
সংক্ষিপ্ত বক্তব্যে সবাই বাক্সের কাৰ্যক্রমের ভূয়সী প্ৰশংসা করেন৷ জেলা সচিব অভিজিৎ ভট্টাচাৰ্য জানান, এবার বাক্সের রজত জয়ন্তী বৰ্ষ৷ সেজন্য কাছাড়ের বৰ্ষসেরা অনুষ্ঠান একটু জাঁকজমকের সঙ্গে করার পরিকল্পনা রয়েছে৷ অনুষ্ঠানে প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, “এই সময়” পত্ৰিকার ক্রীড়া সম্পাদক সব্যসাচী সরকার৷ শিশুতোষ বসাক স্মৃতি স্মারক বক্তৃতার নিৰ্দিষ্ট বক্তা তিনি৷ নুরুদ্দিন আহমদ ট্ৰফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল শিলচর জেলা দল৷ সেই দলকে এবার সংবৰ্ধনা জানানো হবে৷ এছাড়াও সংবৰ্ধিত করা হবে প্ৰথম অসম স্টেট ইয়ুথ অলিম্পিকে স্বৰ্ণপদক জয়ী মেয়েদের সেপাক টাকরো দল এবং রুপোজয়ী ছেলেদের সেপাক টাকরো দলকে৷
রজত জয়ন্তী উপলক্ষে বাক্স তাদের লোগো পরিবৰ্তন করছে৷ আজ বাক্স কাৰ্যালয়ে একই অনুষ্ঠানে নতুন লোগোর উন্মোচন করা হয়৷ এছাড়া বিগত ২০১৮-২১ সময়সীমার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলার বাক্স সদস্যদের হাতে উপহার হিসেবে শাৰ্ট তুলে দেওয়া হয়৷ ওই কমিটিতে সভাপতি ছিলেন দেবাশিস সোম, সচিব ছিলেন বিশ্বনাথ হাজাম৷ উপস্থিত উপদেষ্টারা এই উপহার তুলে দেন৷