Barak UpdatesHappeningsBreaking News
বাউলাবস্তির শ্রীমা সারদা কোচিং সেন্টারে যোগ সচেতনতা কর্মসূচি নিরাময়-এর
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : নিরাময়, শিলচর এর উদ্যোগে এক যোগ সচেতনতা শিবির আয়োজিত হয় শনিবার। মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা নিরাময় -এর চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচার্য। সহযোগিতায় রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটি। ব্যবস্থাপনায় ছিলেন সোসাইটির সম্পাদক সুপ্রদীপ দত্তরায়। ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন ও পরমানন্দ ইনস্টিটিউট অব যোগ সায়েন্সেস অ্যান্ড রিসার্চ অনুমোদিত ‘নিরাময়’, শিলচর-এর ‘যোগাভিষেক ও যোগ-চেতনা’ প্রজেক্টের অন্তর্গত হয় এই যোগ সচেতনতা কর্মসূচি।
শনিবার সকালে সোসাইটির আওতাধীন বাউলাবস্তি শ্রীমা-সারদা কোচিং সেন্টারের কচিকাঁচাদের যোগ অনুশীলন করানো হয়। যোগাভ্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলেন নিরাময়-এর চেয়ারম্যান ডা: অজিত ভট্টাচার্য। পড়ুয়াদের মানসিক ও শারীরিক বিকাশে যে যোগ উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, সে বিষয়েও আলোকপাত করেন।
তাঁর কথায়, প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে সোসাইটি অবিরাম কাজ করে যাচ্ছে, তেমনি নিরাময়ও পিছিয়ে পড়া অঞ্চলে যোগ-এর প্রচার-প্রসারে কাজ করছে। আগামী দিনে সোসাইটির সহযোগিতায় এমন যোগ সচেতনতা কর্মসূচি চলবে বলেও আশ্বস্ত করেন তিনি।
তারপর খুদে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ দেন নিরাময় স্কুল অব যোগ-এর ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য ও কোর্স ডিরেক্টর রাহুল চক্রবর্তী। পড়ুয়াদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন এতে।