Barak UpdatesHappeningsBreaking News

বাইকে দেশ চষে বেড়াচ্ছেন প্রতিবন্ধী সতীশ, ৬৫-র দীনেশ, ১১ মহিলা সহ ৯৫ জন

ওয়েটুবরাক, ১৫ অক্টোবর : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় পর্যায়ের বাইক শোভাযাত্রায় ৭৫ জন অংশ নেবেন, এমনটাই ছিল পরিকল্পনা৷ কিন্তু উৎসাহীদের সংখ্যা বেড়ে চলায় কিছু করার ছিল না৷ শারীরিক প্রতিবন্ধী জি সতীশ কুমার, ৬২ বছরের অশোক কুমার, ৬৫ বছর বয়সী দীনেশ কুমার, মহিলা বাইকার সীমা—কাকে ফেরাবেন! শেষে ৯৫ জনকে নিয়েই চলছে অমৃত মহোৎসবের বাইক শোভাযাত্রা৷

Rananuj


গত ৯ সেপ্টেম্বর দিল্লি থেকে শুরু হয়ে শুক্রবার রাতে মণিপুর সীমান্ত দিয়ে শিলচরে পৌঁছান তাঁরা৷ এখানে রাত কাটিয়ে আজ শনিবার বিভিন্ন রাজ্য-ভাষা-ধর্মের বাইকাররা আইজলের উদ্দেশে যাত্রা করে৷ এর আগে এ দিন সকালে তাঁদের শিলচর গান্ধীভবনে সংবর্ধনা জানানো হয়৷ নেহরু যুব কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে শিলচরবাসীর তরফে তাঁদের সংবর্ধিত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ জেলা প্রশাসনের তরফে গামোছা পরিয়ে দেন ডিডিসি রাজীব রায়৷ ব্যবস্থাপনা ও অভ্যর্থনায় আপ্লুত বলে জানান বাইকারদের ডিরেক্টর হর্ষল মোদি৷ তিনি জানান, ৮৫০০ কিমি ঘুরে শিলচরে এসেছেন৷ আরও ৪০ দিনের যাত্রা সেরে ২৪ নভেম্বর তারিখে দিল্লি ফিরে যাবেন৷ আইজল থেকে শিলচরে ফিরে শিলং, কলকাতা হয়ে যাবেন দক্ষিণ ভারতে৷ এ ভাবেই ঘুরবেন গোটা দেশ৷ তাঁদের মধ্যে রয়েছেন ১১জন মহিলা বাইকারও৷
এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, জনসংযোগ দফতরের ডেপুটি ডিরেক্টর সাজ্জাদুল হক চৌধুরী, সাই প্রতিনিধি মৃণাল বসুমাতারি এবং জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস৷ বিধায়কের নেতৃত্বে তাঁরা সবাই মিলে বাইকারদের আইজল যাত্রার ফ্ল্যাগ অফ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker